Ajker Patrika

বিদেশে বিপুল অর্থ, ঐশ্বরিয়াকে ইডির তলব

বিদেশে বিপুল অর্থ, ঐশ্বরিয়াকে ইডির তলব

সম্প্রতি বিশ্বের প্রভাবশালী রাজনীতিক, সেলিব্রিটিদের বিপুল অর্থের তথ্য গোপনের নথি ফাঁস হয়েছে। এর একটি পানামা পেপার। এই নথিতে আছে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার দেশটির আইনশৃঙ্খলা পরিদপ্তর (ইডি) তাঁকে তলব করেছিল। 

ইডি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অর্থ জমানোর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দিল্লিতে ঐশ্বরিয়াকে (৪৮) ডাকা হয়েছিল। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। 

বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের পুত্রবধূকে এর আগেও একবার ডেকেছিল ইডি। একই কারণে দ্বিতীয়বার তলব করা হলো তাঁকে। 

বিদেশে অর্থ পাচারের বিষয়ে ২০১৭ সাল থেকে তদন্ত করে যাচ্ছে ইডি। তখনই বচ্চন পরিবারের কাছে তাদের বিদেশে গচ্ছিত অর্থ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমের আওতায় ২০০৪ সাল থেকেই বিদেশে অর্থ রেখেছেন তাঁরা। এ বিষয়েই তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

সূত্র জানিয়েছে, এর আগে ঐশ্বরিয়া এ সম্পর্কিত নথিপত্র জমা দিয়েছেন। এখন তাঁর বক্তব্য রেকর্ড করা হলো। 

২০১৬ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের বিপুল অর্থের গোপন তথ্য ফাঁস হয়। এ নথিগুলোর নাম দেওয়া হয় ‘পানামা পেপারস’। সেখানে দেখানো প্রভাবশালী ব্যক্তিরা ট্যাক্স ফাঁকি দিতে বিদেশে অর্থ পাচার করেছেন। তথাকথিত ট্যাক্স হেভেনে রাজনীতিক, শিল্পপতি এবং বড় সেলিব্রিটিদের নাম এসেছে। পানামা পেপারে রয়েছে তিন শতাধিক ভারতীয়ের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত