বিনোদন ডেস্ক

বড় পর্দা আর ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় যাচ্ছে সালমান খানের। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করছেন। পাশাপাশি চলছে ‘বিগ বস ১৯’-এর উপস্থাপনা। বিগ বসের রোববারের পর্বে বলা চলে বোমা ফাটালেন সালমান খান। এমন বিষয় নিয়ে মুখ খুললেন, যেটা নিয়ে গত এক যুগে কখনো কথা বলেননি।
দীর্ঘ ৯ বছর অরিজিৎ সিংয়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খানের। অনেকেই ভেবেছিলেন, সালমানের সঙ্গে ঝামেলার পর হয়তো বলিউডে অরিজিতের ক্যারিয়ার শেষ। তবে অরিজিৎ ঠিকই নীরবে কাজ করে গেছেন। ধরে রেখেছেন বলিউডে নিজের অবস্থান। অনেক বছর পর অতীতের বিবাদ ভুলে ২০২৩ সালে ‘টাইগার থ্রি’ সিনেমায় অরিজিতকে দিয়ে গান গাওয়ান সালমান। তবে গায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া নিয়ে কখনো মুখ খোলেননি বলিউড ভাইজান। এই প্রথম বিগ বস ১৯-এর মঞ্চে উইকেন্ড কা বার পর্বে সালমান স্বীকার করলেন, ভুলটা তাঁরই ছিল।
বিগ বসের এ পর্বে অতিথি হয়ে এসেছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তাঁর সঙ্গে অরিজিতের মুখের আদল খানিকটা মেলে। তাই সালমানের সামনে আসার আগে নাকি বেশ ভয়ে ভয়েই ছিলেন রবি। এ কথা শুনে হেসে ফেলেন সালমান। তারপর বলেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্য গানও গেয়েছে। টাইগার থ্রিতে ওর গান আছে। সামনে ব্যাটল অব গালওয়ান সিনেমাতেও অরিজিৎ গাইবে।’
সালমানের এমন সহজ স্বীকারোক্তিতে রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে। কী এমন হয়েছিল যে দুজনের সম্পর্কে চিড় ধরে? সেটা জানতে পিছিয়ে যেতে হবে ১১ বছর আগে। সাল ২০১৪। স্টার গিল্ডস অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সালমান-অরিজিতের দ্বন্দ্ব শুরু। সেই শোয়ের সঞ্চালনায় ছিলেন সালমান। এতে সেরা গায়ক হিসেবে পুরস্কার পান অরিজিৎ। এর আগে কলকাতায় একটি গানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর ক্লান্ত শরীরে মুম্বাইয়ে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান অরিজিৎ।
বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণার পর মঞ্চে পৌঁছাতে কিছুটা সময় লাগে অরিজিতের। সালমান তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ‘ঘুমিয়ে পড়েছিলি নাকি?’ উত্তরে গায়ক বলেন, ‘আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন।’ এ উত্তর পছন্দ হয়নি সালমানের। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন।
সালমানের মুখের ওপর জবাব দেওয়ার ফলে বেশ ভুগতে হয়েছিল অরিজিতকে। ‘কিক’ সিনেমার জন্য গান রেকর্ড করেছিলেন অরিজিৎ। সালমানের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয়। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাতেও গাওয়ার কথা ছিল, সেটাও শেষ পর্যন্ত হয়নি। তবে অরিজিৎ হাল ছেড়ে দেননি। প্রকাশ্যে ক্ষমা চান। তাতেও মন গলেনি সালমানের। ঘটনার ৯ বছর পর মন বদলায় বলিউড ভাইজানের। ‘টাইগার থ্রি’র গান দিয়ে আবার একত্র হন তাঁরা।

বড় পর্দা আর ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় যাচ্ছে সালমান খানের। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করছেন। পাশাপাশি চলছে ‘বিগ বস ১৯’-এর উপস্থাপনা। বিগ বসের রোববারের পর্বে বলা চলে বোমা ফাটালেন সালমান খান। এমন বিষয় নিয়ে মুখ খুললেন, যেটা নিয়ে গত এক যুগে কখনো কথা বলেননি।
দীর্ঘ ৯ বছর অরিজিৎ সিংয়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খানের। অনেকেই ভেবেছিলেন, সালমানের সঙ্গে ঝামেলার পর হয়তো বলিউডে অরিজিতের ক্যারিয়ার শেষ। তবে অরিজিৎ ঠিকই নীরবে কাজ করে গেছেন। ধরে রেখেছেন বলিউডে নিজের অবস্থান। অনেক বছর পর অতীতের বিবাদ ভুলে ২০২৩ সালে ‘টাইগার থ্রি’ সিনেমায় অরিজিতকে দিয়ে গান গাওয়ান সালমান। তবে গায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া নিয়ে কখনো মুখ খোলেননি বলিউড ভাইজান। এই প্রথম বিগ বস ১৯-এর মঞ্চে উইকেন্ড কা বার পর্বে সালমান স্বীকার করলেন, ভুলটা তাঁরই ছিল।
বিগ বসের এ পর্বে অতিথি হয়ে এসেছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তাঁর সঙ্গে অরিজিতের মুখের আদল খানিকটা মেলে। তাই সালমানের সামনে আসার আগে নাকি বেশ ভয়ে ভয়েই ছিলেন রবি। এ কথা শুনে হেসে ফেলেন সালমান। তারপর বলেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্য গানও গেয়েছে। টাইগার থ্রিতে ওর গান আছে। সামনে ব্যাটল অব গালওয়ান সিনেমাতেও অরিজিৎ গাইবে।’
সালমানের এমন সহজ স্বীকারোক্তিতে রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে। কী এমন হয়েছিল যে দুজনের সম্পর্কে চিড় ধরে? সেটা জানতে পিছিয়ে যেতে হবে ১১ বছর আগে। সাল ২০১৪। স্টার গিল্ডস অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সালমান-অরিজিতের দ্বন্দ্ব শুরু। সেই শোয়ের সঞ্চালনায় ছিলেন সালমান। এতে সেরা গায়ক হিসেবে পুরস্কার পান অরিজিৎ। এর আগে কলকাতায় একটি গানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর ক্লান্ত শরীরে মুম্বাইয়ে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান অরিজিৎ।
বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণার পর মঞ্চে পৌঁছাতে কিছুটা সময় লাগে অরিজিতের। সালমান তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ‘ঘুমিয়ে পড়েছিলি নাকি?’ উত্তরে গায়ক বলেন, ‘আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন।’ এ উত্তর পছন্দ হয়নি সালমানের। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন।
সালমানের মুখের ওপর জবাব দেওয়ার ফলে বেশ ভুগতে হয়েছিল অরিজিতকে। ‘কিক’ সিনেমার জন্য গান রেকর্ড করেছিলেন অরিজিৎ। সালমানের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয়। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাতেও গাওয়ার কথা ছিল, সেটাও শেষ পর্যন্ত হয়নি। তবে অরিজিৎ হাল ছেড়ে দেননি। প্রকাশ্যে ক্ষমা চান। তাতেও মন গলেনি সালমানের। ঘটনার ৯ বছর পর মন বদলায় বলিউড ভাইজানের। ‘টাইগার থ্রি’র গান দিয়ে আবার একত্র হন তাঁরা।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৯ ঘণ্টা আগে