
তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।

তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে