
বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৮ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৮ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১৮ ঘণ্টা আগে