
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। আর এ বিষয়েই গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বাবা। তিনি অভিযোগ করেন, ছেলের ওপর তৈরি হওয়া সিনেমা নিয়ে আপত্তি জানানো সত্ত্বেও সেটা দেখানো হচ্ছে। আদালতে আবেদন করা সত্ত্বেও সেই আবেদন শোনা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন বিচারপতি যশোবন্ত ভার্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আপিলের পর একাধিক ব্যক্তির নামে নোটিশ ইস্যু করেন।
গত মাসে সুশান্তের বাবা যখন আদালতে জানান ‘ন্যায় দ্য জাস্টিস’ নামক একটি সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে, সেখানে সুশান্ত সিং রাজপুতের বিষয়ে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে। একই সঙ্গে সেই সিনেমাটি ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। কিন্তু আদালতের একক বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয়।
অভিনেতার পরিবারের পক্ষের আইনজীবী বরুণ সিং আদালতকে জানান, সিনেমাটিতে কেবল প্রয়াত এই অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে এমনটা নয়, একই সঙ্গে পরিবারের প্রাইভেসিতেও নাক গলানো হয়েছে।
অন্যদিকে সিনেমাটির নির্মাতাদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ‘ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত অধিকার দাবি করা যায় না।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। আর এ বিষয়েই গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বাবা। তিনি অভিযোগ করেন, ছেলের ওপর তৈরি হওয়া সিনেমা নিয়ে আপত্তি জানানো সত্ত্বেও সেটা দেখানো হচ্ছে। আদালতে আবেদন করা সত্ত্বেও সেই আবেদন শোনা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন বিচারপতি যশোবন্ত ভার্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আপিলের পর একাধিক ব্যক্তির নামে নোটিশ ইস্যু করেন।
গত মাসে সুশান্তের বাবা যখন আদালতে জানান ‘ন্যায় দ্য জাস্টিস’ নামক একটি সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে, সেখানে সুশান্ত সিং রাজপুতের বিষয়ে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে। একই সঙ্গে সেই সিনেমাটি ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। কিন্তু আদালতের একক বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয়।
অভিনেতার পরিবারের পক্ষের আইনজীবী বরুণ সিং আদালতকে জানান, সিনেমাটিতে কেবল প্রয়াত এই অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে এমনটা নয়, একই সঙ্গে পরিবারের প্রাইভেসিতেও নাক গলানো হয়েছে।
অন্যদিকে সিনেমাটির নির্মাতাদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ‘ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত অধিকার দাবি করা যায় না।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৯ ঘণ্টা আগে