
কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের জন্ম পাকিস্তানে। তিনি সেখানে যে বাড়িতে জন্ম নিয়েছিলেন তা ভেঙে শপিং মল বানানোর আবেদন করেছিলেন বাড়িটির বর্তমান মালিক। কিন্তু তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ‘এই হাভেলি এখন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা নিয়েছে, তাই তা কোনোভাবেই ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।’ সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। এর আগে অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এভাবে রক্ষা করেছিল আদালত।
খাইবার পাখতুন প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে বলেছিলেন যে প্রাদেশিক প্রত্নতত্ত্ব বিভাগ ২০১৬ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কাপুর হাভেলিকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। এই বিষয়ে, বিচারপতি শাকুর প্রত্নতত্ত্ব বিভাগকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কাছে এমন কোনও নথি বা প্রমাণ আছে যা নির্দেশ করে যে রাজ কাপুর পরিবার কখনো হাভেলিতে বাস করেছিলেন।
তবে আবেদনকারীর আইনজীবী সাঈদ মুহম্মদ সাবাহউদ্দিন খট্টক আদালতকে বলেন, তার আবেদনকারীর বাবা প্রতিযোগিতামূলক দরপত্রে ১৯৬৯ সালে একটি নিলামের প্রাসাদটি কিনেছিলেন ও এর মূল্য পরিশোধ করেছিলেন এবং অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তিনি এর নিরঙ্কুশ মালিক ছিলেন।
তিনি আরও দাবি করেন যে প্রয়াত রাজ কাপুর এবং তাঁর পরিবার এই সম্পত্তির মালিক ছিলেন বা থাকতেন তা প্রমাণ করার জন্য প্রাদেশিক সরকারের কোনও বিভাগের কাছে কোনও নথি নেই।
এর আগে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ অস্বীকার করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে এই বাড়ির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের জন্ম পাকিস্তানে। তিনি সেখানে যে বাড়িতে জন্ম নিয়েছিলেন তা ভেঙে শপিং মল বানানোর আবেদন করেছিলেন বাড়িটির বর্তমান মালিক। কিন্তু তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ‘এই হাভেলি এখন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা নিয়েছে, তাই তা কোনোভাবেই ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।’ সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। এর আগে অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এভাবে রক্ষা করেছিল আদালত।
খাইবার পাখতুন প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে বলেছিলেন যে প্রাদেশিক প্রত্নতত্ত্ব বিভাগ ২০১৬ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কাপুর হাভেলিকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। এই বিষয়ে, বিচারপতি শাকুর প্রত্নতত্ত্ব বিভাগকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কাছে এমন কোনও নথি বা প্রমাণ আছে যা নির্দেশ করে যে রাজ কাপুর পরিবার কখনো হাভেলিতে বাস করেছিলেন।
তবে আবেদনকারীর আইনজীবী সাঈদ মুহম্মদ সাবাহউদ্দিন খট্টক আদালতকে বলেন, তার আবেদনকারীর বাবা প্রতিযোগিতামূলক দরপত্রে ১৯৬৯ সালে একটি নিলামের প্রাসাদটি কিনেছিলেন ও এর মূল্য পরিশোধ করেছিলেন এবং অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তিনি এর নিরঙ্কুশ মালিক ছিলেন।
তিনি আরও দাবি করেন যে প্রয়াত রাজ কাপুর এবং তাঁর পরিবার এই সম্পত্তির মালিক ছিলেন বা থাকতেন তা প্রমাণ করার জন্য প্রাদেশিক সরকারের কোনও বিভাগের কাছে কোনও নথি নেই।
এর আগে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ অস্বীকার করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে এই বাড়ির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে