
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১০ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১০ ঘণ্টা আগে