
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
২০১৮ সালে যাত্রা শুরু করে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। ২০২০ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে সোনার বাংলা সার্কাস। নাম ‘মহাশ্মশান’। গতকাল ইউটিউব ও স্পটিফাইতে প্রকাশ পেয়েছে নতুন এই অ্যালবাম।
২ ঘণ্টা আগে