Ajker Patrika

শখ করেই সিনেমা শুরু করেছিলেন আলিয়া

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪: ১৬
শখ করেই সিনেমা শুরু করেছিলেন আলিয়া

শিশুশিল্পী হিসেবে ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, অনেকটা শখ করেই নাকি সিনেমাটিতে অভিনয় করেছিলেন। কিন্তু এরপর এই শখই হয়ে গেল সব।

১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে জন্ম আলিয়ার। বাবা বিখ্যাত পরিচালক মহেশ ভাট। এ ছাড়া তাঁর পরিবারের অনেকেই আছেন বলিউডে সম্পৃক্ত। তাই বলিউডে আলিয়ার পদচারণা স্বাভাবিক একটি বিষয়।

২০১২ সালে পরিচালক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় নায়িকা রূপে আলিয়ার অভিষেক হয়। এরপর ২০১৪ সালে ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। এটির মাধ্যমে ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পুরস্কারও জেতেন তিনি।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট২০২২ সালটি আলিয়ার জীবনের অন্যতম সেরা বছর। ‘গাঙ্গুবাই’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমা তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়েছিল। এ ছাড়া ওই বছরের ১৪ এপ্রিল তিনি বিয়ে করেন তাঁর প্রেমিক বলিউড তারকা রণবীর কাপুরকে। বছরের শেষে ৯ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট‘গাঙ্গুবাই’-এর সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ, চোখে কাজল ও কোঁকড়া চুলের তেজি লুকে হাজির হয়েছিলেন আলিয়া। এর কিছুদিন পরেই তিনি হয়ে যান ‘ব্রহ্মাস্ত্র’র ‘ইশা’, একবারেই বদলে যান তাঁর চরিত্রে। আলিয়া ও রণবীর দুজন কাছাকাছি এসেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট২০১৪ সালে আলিয়া ভাট ‘ফোর্বস’-এর তালিকায় ভারতের ১০০ প্রভাবশালী তারকার কাতারে জায়গা করে নেন। ২০২২ সালে তিনি ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত