
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে