
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে