Ajker Patrika

প্রথম সন্তানের অপেক্ষায় ‘সুপারম্যান’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২: ১৩
প্রথম সন্তানের অপেক্ষায় ‘সুপারম্যান’

বাবা হতে চলেছেন সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ৪০ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। গত সোমবার রাতে গাই রিচি পরিচালিত ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর রেড কার্পেটে এ কথা ঘোষণা করেন তিনি। প্রেমিকা নাতালি ভিসকুজো আর হেনরি প্রথম সন্তানের অপেক্ষায় রোমাঞ্চিত।

‘দ্য জাস্টিস লিগ’ তারকা বলেন, ‘সত্যিই আমি খুব রোমাঞ্চিত। আসলে নাতালি আর আমি দুজনেই রোমাঞ্চিত। দিনটার অপেক্ষায় আছি।’

গত দুই বছর ধরে সম্পর্কে আছেন হেনরি আর নাতালি। ২০২১ সালে তাঁরা সম্পর্কে সিলমোহর দেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, নাতালির কাছে দাবা খেলায় হেরে গিয়ে কিছুটা বিধ্বস্ত।’ এর জবাবে নাতালি লিখেছিলেন, ‘আমার প্রিয় হেনরিকে দাবা খেলা শেখাচ্ছি। ওকে কি জিততে দেব এই খেলায়?’

সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিল। ছবি: সংগৃহীতসেই থেকেই পুরো বিশ্ব তাঁদের প্রেমের খবর জানে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও বেশ ভালো সময় যাচ্ছে হেনরির। ‘আনজেন্টেলম্যানলি’ নিয়ে চর্চা রয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ১৯৪১-৪২ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। ড্যামেইন লিউয়িসের উপন্যাসের ভিত্তিতে সেই সময়ের পরিস্থিতি তুলে ধরা হবে সিনেমাটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত