
জীবিকার তাগিদেই মুম্বাইয়ে এসেছিলেন পেশোয়ারের ছেলে ইউসুফ সরোয়ার খান। মেধা আর পরিশ্রমের জোরে সেই ইউসুফ হয়ে উঠলেন উপমহাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এক নাম ‘দিলীপ কুমার’। গতকাল সকালে চলে গেলেন অভিনয়ের এই কিংবদন্তি।
- দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সরোয়ার খান। তাঁর বাবার নাম মোহাম্মদ সরোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
- কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারও মুম্বাইয়ে (তৎকালীন বোম্বে) ফিরে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন। ব্যবসার কাজেই ইউসুফ খানের পরিচয় হয় প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি তাঁকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’-এর মালিকের সঙ্গে।
- ১৯৪৩ সালে ‘বোম্বে টকিজ’-এ ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার কর্ণধার দেবিকা রানী তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার ভাটা’। প্রথম দিকে তাঁর কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না।
- ১৯৬০ সালে ভারতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-ই-আজম’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
- ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জেতার জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তাঁর নাম আছে।
- দিলীপ কুমার একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ‘নিশান-ই-ইমতিয়াজ’ আর ভারতের ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন।
- পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ৬৩টি ছবিতে অভিনয় করেন।
- দিলীপ কুমারের আত্মজীবনী ‘দ্য সাবস্ট্যানস অ্যান্ড দ্য শ্যাডো’ ওই বছরের অন্যতম সেরা বিক্রীত আত্মজীবনী গ্রন্থ, যা আমাজনে দুই সপ্তাহ বেস্ট সেলার ছিল।
- ১৯৬১ সালে নিজের প্রযোজনায় ‘গঙ্গা যমুনা’ ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজনায় সেটাই তাঁর একমাত্র ছবি।
- ১৯৯৬ সালে ‘কলিং’ ছবির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবির কাজ।
- ১৯৯৮ সালে শেষবার ‘কিলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যায় তাঁকে। এরপর অভিনয়জীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।
- একাধিক ছবি ফ্লপ করলে ১৯৭৬-১৯৮১ পর্যন্ত সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ১৯৮১ সালে ‘ক্রান্তি’ ছবির মাধ্যমে রীতিমতো সাড়া জাগিয়ে ফিরে আসেন দিলীপ কুমার।

জীবিকার তাগিদেই মুম্বাইয়ে এসেছিলেন পেশোয়ারের ছেলে ইউসুফ সরোয়ার খান। মেধা আর পরিশ্রমের জোরে সেই ইউসুফ হয়ে উঠলেন উপমহাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এক নাম ‘দিলীপ কুমার’। গতকাল সকালে চলে গেলেন অভিনয়ের এই কিংবদন্তি।
- দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সরোয়ার খান। তাঁর বাবার নাম মোহাম্মদ সরোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
- কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারও মুম্বাইয়ে (তৎকালীন বোম্বে) ফিরে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন। ব্যবসার কাজেই ইউসুফ খানের পরিচয় হয় প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি তাঁকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’-এর মালিকের সঙ্গে।
- ১৯৪৩ সালে ‘বোম্বে টকিজ’-এ ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার কর্ণধার দেবিকা রানী তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার ভাটা’। প্রথম দিকে তাঁর কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না।
- ১৯৬০ সালে ভারতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-ই-আজম’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
- ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জেতার জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তাঁর নাম আছে।
- দিলীপ কুমার একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ‘নিশান-ই-ইমতিয়াজ’ আর ভারতের ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন।
- পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ৬৩টি ছবিতে অভিনয় করেন।
- দিলীপ কুমারের আত্মজীবনী ‘দ্য সাবস্ট্যানস অ্যান্ড দ্য শ্যাডো’ ওই বছরের অন্যতম সেরা বিক্রীত আত্মজীবনী গ্রন্থ, যা আমাজনে দুই সপ্তাহ বেস্ট সেলার ছিল।
- ১৯৬১ সালে নিজের প্রযোজনায় ‘গঙ্গা যমুনা’ ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজনায় সেটাই তাঁর একমাত্র ছবি।
- ১৯৯৬ সালে ‘কলিং’ ছবির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবির কাজ।
- ১৯৯৮ সালে শেষবার ‘কিলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যায় তাঁকে। এরপর অভিনয়জীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।
- একাধিক ছবি ফ্লপ করলে ১৯৭৬-১৯৮১ পর্যন্ত সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ১৯৮১ সালে ‘ক্রান্তি’ ছবির মাধ্যমে রীতিমতো সাড়া জাগিয়ে ফিরে আসেন দিলীপ কুমার।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
১১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১ দিন আগে