
গত বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। রোমান্টিক ঘরানার ছবিতে রণবীর কাপুর যে দুর্দান্ত, তা সিনেমাটির বক্স অফিস আয়ের মাধ্যমেই প্রমাণ মিলছে। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ জানান, প্রথমদিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে আয় ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনের আয়ের হিসেব করলে ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’–এর পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ অবস্থান করছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক জানিয়েছে পাইরেসির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সপ্তাহ শেষে সিনেমাটির অবস্থান আরও শক্ত হবে।
মুক্তির প্রথম দিনই পাইরেসির ঘটনার নিন্দা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানের তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ও নিরাপত্তার মধ্যেও পাইরেসি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে আরও কঠিন হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। রোমান্টিক ঘরানার ছবিতে রণবীর কাপুর যে দুর্দান্ত, তা সিনেমাটির বক্স অফিস আয়ের মাধ্যমেই প্রমাণ মিলছে। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ জানান, প্রথমদিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে আয় ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনের আয়ের হিসেব করলে ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’–এর পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ অবস্থান করছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক জানিয়েছে পাইরেসির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সপ্তাহ শেষে সিনেমাটির অবস্থান আরও শক্ত হবে।
মুক্তির প্রথম দিনই পাইরেসির ঘটনার নিন্দা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানের তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ও নিরাপত্তার মধ্যেও পাইরেসি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে আরও কঠিন হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
৬ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
৬ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
৬ ঘণ্টা আগে