
বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে এক তামিল পরিবারে তাঁর জন্ম হয়। বিখ্যাত সিনেমা ‘শোলে’র বাসন্তী তিনি! শুধু সিনেমার পর্দাতেই নয়, পরিচালনাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন হেমা মালিনী। আর তারপর বড় পর্দা থেকে সোজা রাজনীতির আঙিনায়। সেখানেও উজ্জ্বল হেমা।
তামিল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে ‘শোলে’, ‘সীতা ঔর গীতা’, ‘মিরা’, ‘কিনারা’, ‘সন্ন্যাসী’, ‘মেহবুবা’, ‘ড্রিম গার্ল’, ‘প্রেম নগর’, ‘খুশবু’র মতো ছবি দিয়ে তিনি বারবার নিজেকে প্রমাণ করতে থাকেন। অল্প সময়ে হয়ে ওঠেন সবার মনের ‘ড্রিম গার্ল’। মোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান হেমা। ২০০০ সালে তিনি লাভ করেন পদ্মশ্রী সম্মাননা।
বেশ কয়েক বছর সিনেমা থেকে বিরতি নেওয়ার পরে মালিনী বাগবানের (২০০৩) মাধ্যমে ফিরে আসেন, যার জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি ২০০৪ সালে নির্মিত ‘বীর-জারা’ ও ‘লাগা চুনারি মে দাগ’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১০ সালে তিনি অভিনেত্রী রেখার সঙ্গে সাদিয়ানে অভিনয় করেছিলেন। ২০১১ সালে তিনি তাঁর তৃতীয় ফিচার ফিল্ম ‘টেল মি ও খুদা’ প্রযোজনা ও পরিচালনা করেছিলেন, এতে তাঁর স্বামী ধর্মেন্দ্র এবং তাঁর মেয়ে এশা দেওল উভয়ই অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ২০১৭ সালে তিনি বিজয় রাজে সিন্ধিয়ার ভূমিকায় ‘এক থা রানী আইসি ভি’ সিনেমায় অভিনয় করেন।

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে এক তামিল পরিবারে তাঁর জন্ম হয়। বিখ্যাত সিনেমা ‘শোলে’র বাসন্তী তিনি! শুধু সিনেমার পর্দাতেই নয়, পরিচালনাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন হেমা মালিনী। আর তারপর বড় পর্দা থেকে সোজা রাজনীতির আঙিনায়। সেখানেও উজ্জ্বল হেমা।
তামিল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে ‘শোলে’, ‘সীতা ঔর গীতা’, ‘মিরা’, ‘কিনারা’, ‘সন্ন্যাসী’, ‘মেহবুবা’, ‘ড্রিম গার্ল’, ‘প্রেম নগর’, ‘খুশবু’র মতো ছবি দিয়ে তিনি বারবার নিজেকে প্রমাণ করতে থাকেন। অল্প সময়ে হয়ে ওঠেন সবার মনের ‘ড্রিম গার্ল’। মোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান হেমা। ২০০০ সালে তিনি লাভ করেন পদ্মশ্রী সম্মাননা।
বেশ কয়েক বছর সিনেমা থেকে বিরতি নেওয়ার পরে মালিনী বাগবানের (২০০৩) মাধ্যমে ফিরে আসেন, যার জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি ২০০৪ সালে নির্মিত ‘বীর-জারা’ ও ‘লাগা চুনারি মে দাগ’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১০ সালে তিনি অভিনেত্রী রেখার সঙ্গে সাদিয়ানে অভিনয় করেছিলেন। ২০১১ সালে তিনি তাঁর তৃতীয় ফিচার ফিল্ম ‘টেল মি ও খুদা’ প্রযোজনা ও পরিচালনা করেছিলেন, এতে তাঁর স্বামী ধর্মেন্দ্র এবং তাঁর মেয়ে এশা দেওল উভয়ই অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ২০১৭ সালে তিনি বিজয় রাজে সিন্ধিয়ার ভূমিকায় ‘এক থা রানী আইসি ভি’ সিনেমায় অভিনয় করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে