
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।
পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, মোট তিনটি কিস্তিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শক্তিমান’ তিন ভাগে নয়। বরং আপাতত একক সিনেমা হিসেবেই মুক্তি পাবে এটি। তারপর এটির বক্স অফিসের ব্যবসার ওপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।
প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।
পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, মোট তিনটি কিস্তিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শক্তিমান’ তিন ভাগে নয়। বরং আপাতত একক সিনেমা হিসেবেই মুক্তি পাবে এটি। তারপর এটির বক্স অফিসের ব্যবসার ওপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।
প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১৪ মিনিট আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
২৯ মিনিট আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩২ মিনিট আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩৬ মিনিট আগে