বিনোদন ডেস্ক

১২ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতের অন্যতম ধনকুবের সঞ্জয় কাপুর। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু ঠিক কী কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়? গণমাধ্যমগুলো জানিয়েছে, খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হার্ট অ্যাটাক করেন তিনি।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। তাই তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে। তবে ইমিগ্রেশন আইনের জটিলতায় লন্ডনে আটকে আছে সঞ্জয়ের মরদেহ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সঞ্জয় একজন মার্কিন নাগরিক। তিনি মারা গেছেন ব্রিটেনে, তাঁর আসল বাড়ি ভারতের দিল্লিতে। কিন্তু তাঁর ভারতের নাগরিকত্ব নেই। তাই একাধিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিবারকে, তা না হলে ভারতে নেওয়া যাবে না সঞ্জয়ের মরদেহ।

সঞ্জয়ের বাবা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, লন্ডনে ময়নাতদন্ত শেষে একাধিক কাগজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে কারণেই সঞ্জয়ের মরদেহে আনতে দেরি হচ্ছে।
জানা গেছে, সঞ্জয়ের মরদেহ বর্তমানে লন্ডনের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। দিল্লিতে মরদেহ সৎকারের জন্য তিন দেশের একাধিক কাগজ ও অনুমোদন লাগবে।

২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় ও কারিশমা কাপুর। প্রায় ১১ বছর সংসারজীবন পার করে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। তাঁদের সংসারে দুই সন্তান সামাইরা ও কিয়ান। জানা গেছে, সঞ্জয়ের মরদেহের অপেক্ষায় আছেন কারিশমাও। সাবেক স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন তিনি।

১২ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতের অন্যতম ধনকুবের সঞ্জয় কাপুর। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু ঠিক কী কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়? গণমাধ্যমগুলো জানিয়েছে, খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হার্ট অ্যাটাক করেন তিনি।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। তাই তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে। তবে ইমিগ্রেশন আইনের জটিলতায় লন্ডনে আটকে আছে সঞ্জয়ের মরদেহ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সঞ্জয় একজন মার্কিন নাগরিক। তিনি মারা গেছেন ব্রিটেনে, তাঁর আসল বাড়ি ভারতের দিল্লিতে। কিন্তু তাঁর ভারতের নাগরিকত্ব নেই। তাই একাধিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিবারকে, তা না হলে ভারতে নেওয়া যাবে না সঞ্জয়ের মরদেহ।

সঞ্জয়ের বাবা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, লন্ডনে ময়নাতদন্ত শেষে একাধিক কাগজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে কারণেই সঞ্জয়ের মরদেহে আনতে দেরি হচ্ছে।
জানা গেছে, সঞ্জয়ের মরদেহ বর্তমানে লন্ডনের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। দিল্লিতে মরদেহ সৎকারের জন্য তিন দেশের একাধিক কাগজ ও অনুমোদন লাগবে।

২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় ও কারিশমা কাপুর। প্রায় ১১ বছর সংসারজীবন পার করে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। তাঁদের সংসারে দুই সন্তান সামাইরা ও কিয়ান। জানা গেছে, সঞ্জয়ের মরদেহের অপেক্ষায় আছেন কারিশমাও। সাবেক স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন তিনি।

বছরজুড়েই বিভিন্ন অঙ্গনের শিল্পীদের প্রয়াণ শোকাহত করেছে সংস্কৃতি অঙ্গনের মানুষকে। ২০২৫ সালে প্রয়াত শিল্পীদের খবর এই প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
বছরজুড়ে চলচ্চিত্রের জগতে ঘটেছে কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আজকের পত্রিকার পাঠকদের জন্য নির্বাচিত পাঁচটি আলোচিত ঘটনার খবর।
১৫ ঘণ্টা আগে
২০২৫ সালে অনেক তারকা যেমন বিয়ের পিঁড়িতে বসেছেন, তেমনি এসেছে বিবাহবিচ্ছেদের খবর। তারকাদের বিয়ে ও বিচ্ছেদের খবর নিয়ে এই প্রতিবেদন।
১৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশে। শোকাহত দেশের সাংস্কৃতিক ব্যক্তিরাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন তাঁরা। অনেকেই করেছেন স্মৃতিচারণা। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান।
১ দিন আগে