Ajker Patrika

বাবা-মায়ের বিরুদ্ধে তামিল সুপারস্টার বিজয়ের মামলা

বাবা-মায়ের বিরুদ্ধে তামিল সুপারস্টার বিজয়ের মামলা

বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে মামলাটি করেছেন এ তামিল সুপারস্টার।

মামলায় উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার সাবেক কোনো সহকারী যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন।

বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, দলটির কোষাধ্যক্ষ বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং সাধারণ সম্পাদক তার বাবা এসএ চন্দ্রশেখর। এরপর সকলের ধারণা ছিল, খুব শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এই অভিনেতা।

বিজয় ও তাঁর বাবা-মাটাইমস অব ইন্ডিয়ার মতে, ২০২০ সালের নভেম্বরে এ বিষয়ে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন। যাতে এ অভিনেতা বলেন ‘আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শিগগিরই পরিচালক নেলসন দিলীপ কুমারের ‘বিস্ট’ ছবিতে দেখা যাবে বিজয়কে। ছবিটির জন্য এ অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। এতে স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত