অনলাইন ডেস্ক
বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
জাতি-ধর্ম নির্বিশেষে জনপ্রিয় অভিনেতা বলিউড সুপারস্টার সালমান খান। তবে ধর্ম ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন সময়ে নানাভাবেই তাঁকে অবস্থান পরিষ্কার স্পষ্ট করতে হয়। এমনই এক পরিস্থিতিতে সালমান দাবি করেছেন মুসলিম ধর্মাবলম্বী হলেও গরুর মাংস ছুঁয়েও দেখেন না তিনি। নিজেকে ‘সর্বধর্ম সমন্বয়ে’ বিশ্বাসী বলে দাবি করেন সা
৭ ঘণ্টা আগেগত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে শাফিন চলে য
৮ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কাওসার আহমেদ চৌধুরী বলেছিলেন, ‘সারা জীবন এক স্টেশনের টিকিট কেটে উঠেছি গাড়িতে, আর নেমে গেছি কোনো অজানা স্টেশনে। যেখানে নামার কথা ছিল না। চলচ্চিত্র মাথায় ছিল। চলচ্চিত্র সম্পর্কেও
৮ ঘণ্টা আগেটেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
৮ ঘণ্টা আগে