
বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ফারাহ খানের কোরিওগ্রাফিতে নেচেছেন বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরাও। তাঁর বিখ্যাত গান ‘হিপস ডোন্ট লাই’-এর মিউজিক ভিডিওতে নাচার জন্য ফারাহর কাছে নাচ শিখেছিলেন শাকিরা। মূলত এই গানের সঙ্গে বলিউড ধাঁচে পারফর্ম করতে চেয়েছিলেন তিনি। তাই আমন্ত্রণ জানিয়েছিলেন ফারাহ খানকে। নিউইয়র্কে গিয়ে শাকিরাকে নাচ শিখিয়েছিলেন ফারাহ। ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কপিল শর্মা শো’তে এসে এ তথ্য জানিয়েছেন ফারাহ খান নিজেই।
কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক হিসেবে বেশি পরিচিতি পেলেও ফারাহ খান একজন অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক। ৮০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রে নৃত্য পরিকল্পনা করেছেন ফারাহ খান। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রের মাধ্যমে কোরিওগ্রাফিতে তাঁর কর্মজীবন শুরু। এরপর তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘মনসুন ওয়েডিং’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেন। তিনি কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার।
চলচ্চিত্র পরিচালক হিসেবেও বলিউডে সফল ফারাহ খান। ফারাহ খানের প্রথম পরিচালিত চলচ্চিত্র রেড চিলি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ম্যায় হুঁ না’। তিনি দ্বিতীয় নারী পরিচালক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। পরিচালক হিসেবে তাঁর দ্বিতীয় সিনেমা শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’, যা বলিউডের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলোর একটি। ‘তিস মার খান’ তাঁর পরিচালিত তৃতীয় সিনেমা। ২০১২ সালে বেলা বানশালী সেহগাল পরিচালিত ‘শিরি ফারহাদ কি তো নিকাল পাড়ি’ চলচ্চিত্রে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।

বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ফারাহ খানের কোরিওগ্রাফিতে নেচেছেন বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরাও। তাঁর বিখ্যাত গান ‘হিপস ডোন্ট লাই’-এর মিউজিক ভিডিওতে নাচার জন্য ফারাহর কাছে নাচ শিখেছিলেন শাকিরা। মূলত এই গানের সঙ্গে বলিউড ধাঁচে পারফর্ম করতে চেয়েছিলেন তিনি। তাই আমন্ত্রণ জানিয়েছিলেন ফারাহ খানকে। নিউইয়র্কে গিয়ে শাকিরাকে নাচ শিখিয়েছিলেন ফারাহ। ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কপিল শর্মা শো’তে এসে এ তথ্য জানিয়েছেন ফারাহ খান নিজেই।
কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক হিসেবে বেশি পরিচিতি পেলেও ফারাহ খান একজন অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক। ৮০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রে নৃত্য পরিকল্পনা করেছেন ফারাহ খান। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রের মাধ্যমে কোরিওগ্রাফিতে তাঁর কর্মজীবন শুরু। এরপর তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘মনসুন ওয়েডিং’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেন। তিনি কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার।
চলচ্চিত্র পরিচালক হিসেবেও বলিউডে সফল ফারাহ খান। ফারাহ খানের প্রথম পরিচালিত চলচ্চিত্র রেড চিলি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ম্যায় হুঁ না’। তিনি দ্বিতীয় নারী পরিচালক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। পরিচালক হিসেবে তাঁর দ্বিতীয় সিনেমা শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’, যা বলিউডের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলোর একটি। ‘তিস মার খান’ তাঁর পরিচালিত তৃতীয় সিনেমা। ২০১২ সালে বেলা বানশালী সেহগাল পরিচালিত ‘শিরি ফারহাদ কি তো নিকাল পাড়ি’ চলচ্চিত্রে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে