Ajker Patrika

ছবিতে মীরা চোপড়ার বিয়ে

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৩: ০৫
ছবিতে মীরা চোপড়ার বিয়ে

গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।

বিয়ের ছবিতে মীরা চোপড়া ও রক্ষিত কেজরিওয়াল। ছবি: ইনস্টাগ্রামইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।

বিয়ের ছবিতে মীরা চোপড়া ও রক্ষিত কেজরিওয়াল। ছবি: ইনস্টাগ্রামপরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।

বিয়ের ছবিতে মীরা চোপড়াজয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।

‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত