বিনোদন ডেস্ক

বেশ কয়েক বছর আগে বলিউড নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্তার অভিযোগ। ‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার প্রায় ছয় বছর পার হয়েছে। এখনো ছন্দ ফিরতে পারেননি সাজিদ খান। এরপর নতুন আর কোনো সিনেমায় ডাক পাননি তিনি, ভুগেছেন অর্থকষ্টে। দুঃখে-অবসাদে আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।
বলিউডে তখন চলছে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের আবহ। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে সরব হন একাধিক নারী। সিনেমায় অভিনয় করার সুযোগ দিয়ে তাদের যৌন নির্যাতন করা হত বলে সাজিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই সাজিদকে এক বছরের জন্য সাসপেন্ড করে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।
তার পর পার হয়ে গেছে অনেকটা সময়। তবে বলিউডের সঙ্গে দূরত্ব কমাতে পারেননি সাজিদ। সেই সময় ‘হাউসফুল ৪’ সিনেমার কাজ করছিলেন সাজিদ। মিটু অভিযোগ ওঠায় প্রযোজকেরা তাঁকে সরিয়ে দেন। সাজিদ জানান, রাতারাতি তিনি বেকার হয়ে যান। অর্থের জন্য বিক্রি করে দিতে হয়েছে তাঁর বাড়ি। এই মুহূর্তে একটি ভাড়ার ফ্ল্যাটে থাকেন। একটা সময় অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।
আক্ষেপ নিয়ে সাজিদ খান বলেন, ‘আমার মতো যাঁরা একই অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বলিউডে, তাঁদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন। শুধু আমি ডাক পাইনি। কেন এমন করা হচ্ছে তা জানা নেই।’
এই নির্মাতা আরও জানান, তিনি সারাজীবন মেয়েদের সম্মান জানিয়েছেন। তাঁর পারিবারিক শিক্ষাটাই এমন। তবে এত দিন কেন চুপ করেছিলেন তিনি? সাজিদের জবাব, ‘আমি কথা বলতে চাইনি। মা আমাকে শিখিয়েছিলেন, নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।’
সাজিদ আরও জানান, তিনি-বন্ধুদের মধ্যে সবাইকে জীবনমুখী থাকার জন্য উৎসাহ দিতেন। সেই তিনিই হতাশার সমুদ্রে একপ্রকার ডুবে যখন গিয়েছিলেন তখন নিজেকেই বোঝাতেন, এভাবে শেষ হতে পারে না জীবন। এটা তাঁর জীবনের একটি অধ্যায় হতে পারে বড়জোর, কিন্তু গোটা জীবন কিছুতেই নয়।

বেশ কয়েক বছর আগে বলিউড নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্তার অভিযোগ। ‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার প্রায় ছয় বছর পার হয়েছে। এখনো ছন্দ ফিরতে পারেননি সাজিদ খান। এরপর নতুন আর কোনো সিনেমায় ডাক পাননি তিনি, ভুগেছেন অর্থকষ্টে। দুঃখে-অবসাদে আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।
বলিউডে তখন চলছে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের আবহ। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে সরব হন একাধিক নারী। সিনেমায় অভিনয় করার সুযোগ দিয়ে তাদের যৌন নির্যাতন করা হত বলে সাজিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই সাজিদকে এক বছরের জন্য সাসপেন্ড করে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।
তার পর পার হয়ে গেছে অনেকটা সময়। তবে বলিউডের সঙ্গে দূরত্ব কমাতে পারেননি সাজিদ। সেই সময় ‘হাউসফুল ৪’ সিনেমার কাজ করছিলেন সাজিদ। মিটু অভিযোগ ওঠায় প্রযোজকেরা তাঁকে সরিয়ে দেন। সাজিদ জানান, রাতারাতি তিনি বেকার হয়ে যান। অর্থের জন্য বিক্রি করে দিতে হয়েছে তাঁর বাড়ি। এই মুহূর্তে একটি ভাড়ার ফ্ল্যাটে থাকেন। একটা সময় অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।
আক্ষেপ নিয়ে সাজিদ খান বলেন, ‘আমার মতো যাঁরা একই অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বলিউডে, তাঁদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন। শুধু আমি ডাক পাইনি। কেন এমন করা হচ্ছে তা জানা নেই।’
এই নির্মাতা আরও জানান, তিনি সারাজীবন মেয়েদের সম্মান জানিয়েছেন। তাঁর পারিবারিক শিক্ষাটাই এমন। তবে এত দিন কেন চুপ করেছিলেন তিনি? সাজিদের জবাব, ‘আমি কথা বলতে চাইনি। মা আমাকে শিখিয়েছিলেন, নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।’
সাজিদ আরও জানান, তিনি-বন্ধুদের মধ্যে সবাইকে জীবনমুখী থাকার জন্য উৎসাহ দিতেন। সেই তিনিই হতাশার সমুদ্রে একপ্রকার ডুবে যখন গিয়েছিলেন তখন নিজেকেই বোঝাতেন, এভাবে শেষ হতে পারে না জীবন। এটা তাঁর জীবনের একটি অধ্যায় হতে পারে বড়জোর, কিন্তু গোটা জীবন কিছুতেই নয়।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে