
চার বছরের বিরতির পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি জুটি, তাই মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ ছিল চরমে। তবে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল সিনেমার পর ‘ডানকি’র আয়ের গতি অনেকটাই মন্থর। তবে ‘ডানকি’র সাফল্যে সন্তুষ্ট নির্মাতা রাজ কুমার হিরানি। জানিয়েছেন, বক্স অফিসের কথা মাথা রেখে তিনি সিনেমা বানান না।
সিনেমাটির বাণিজ্যিক সফলতা নিয়ে এবার মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানি। নির্মাতা জানিয়েছেন, বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না তিনি। তিনি বলেন, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য আমার কাছেও জরুরি, কিন্তু আমি সেটার ওপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার ওপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দিই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’
‘ডানকি’ নিয়ে নির্মাতা হিরানির ভাষ্য, ‘এটা এমন একটি ভারতীয় গল্প, যা হিন্দি সিনেমায় আগে কখনো বলা হয়নি। আমি এটি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম। সিনেমা হিসেবে আমি এটিকে সফল ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাঁদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কারণ নেই।’
দর্শকদের নিয়ে হিরানির মন্তব্য, ‘লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সব সময় অন্য জনরার ছবি বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।’
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো ‘ডানকি’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছে—তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। গতকাল শুক্রবার পর্যন্ত মুক্তির ৮ দিন শেষে বিশ্বব্যাপী ‘ডানকি’ সিনেমার আয় ৩২৩ কোটি রুপি পেরিয়েছে।

চার বছরের বিরতির পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ দিয়ে বক্স অফিস মাতাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি জুটি, তাই মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ ছিল চরমে। তবে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল সিনেমার পর ‘ডানকি’র আয়ের গতি অনেকটাই মন্থর। তবে ‘ডানকি’র সাফল্যে সন্তুষ্ট নির্মাতা রাজ কুমার হিরানি। জানিয়েছেন, বক্স অফিসের কথা মাথা রেখে তিনি সিনেমা বানান না।
সিনেমাটির বাণিজ্যিক সফলতা নিয়ে এবার মন্তব্য করেছেন পরিচালক রাজ কুমার হিরানি। নির্মাতা জানিয়েছেন, বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখেন না তিনি। তিনি বলেন, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য আমার কাছেও জরুরি, কিন্তু আমি সেটার ওপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার ওপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এইবার তো ৫ বছর লেগে গেল! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দিই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’
‘ডানকি’ নিয়ে নির্মাতা হিরানির ভাষ্য, ‘এটা এমন একটি ভারতীয় গল্প, যা হিন্দি সিনেমায় আগে কখনো বলা হয়নি। আমি এটি নিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম। সিনেমা হিসেবে আমি এটিকে সফল ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাঁদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কারণ নেই।’
দর্শকদের নিয়ে হিরানির মন্তব্য, ‘লোকজন ভাবে আগে যেমনটা বানিয়েছিল, এবারও তেমন কিছু দেখব। আমি সব সময় অন্য জনরার ছবি বানানোর চেষ্টা করি। আলাদারকম কিছু।’
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো ‘ডানকি’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছে—তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। গতকাল শুক্রবার পর্যন্ত মুক্তির ৮ দিন শেষে বিশ্বব্যাপী ‘ডানকি’ সিনেমার আয় ৩২৩ কোটি রুপি পেরিয়েছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে