Ajker Patrika

সুশান্ত সিং রহস্যজনক মৃত্যু, নতুন মোড়, গ্রেপ্তার বন্ধু

সুশান্ত সিং রহস্যজনক মৃত্যু, নতুন মোড়, গ্রেপ্তার বন্ধু

ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।

গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।

গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।

সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।

ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থসুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।

অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত