
ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৭ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৭ ঘণ্টা আগে