
হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।

হামাসের হামলার সময় ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিরাপদে ভারতে ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন নুসরাত। হামাসের হামলার পর গত শনিবার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল রোববার বেলা আড়াইটার দিকে একটি ফ্লাইটে করে ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত ভারুচা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী।
আবেগতাড়িত কণ্ঠে নুসরাত বলেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কটা দিন একা থাকতে দিন।’
হামলার সময় একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ফিরলেন তিনি।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জনায়, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুসরাতের ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৯ মিনিট আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২৮ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩২ মিনিট আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩৬ মিনিট আগে