
বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।

২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।
তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।

এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।
এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।

২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।
তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।

এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।
এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৭ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে