
মুক্তির ১৯ দিন পার করছে শাহরুখ খানের ‘পাঠান’। এরপরেও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়। গত শুক্রবারের তুলনায় গতকাল শনিবার সিনেমাটির টিকিট বিক্রির হার বেড়েছে ব্যাপক হারে। তৃতীয় শুক্রবারের তুলনায় গতকাল শনিবার মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ‘পাঠান’-এর টিকিট বিক্রির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। তৃতীয় শনিবারে এই ছবি দেশের বাজারে ১১ কোটি রুপি আয় করেছে।
আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বিশ্ব বক্স অফিসে পাঠানের কালেকশন ২৩ কোটি রুপি। সব মিলিয়ে এ পর্যন্ত ৯২৪ কোটি রুপি আয়ে ১০০০ কোটি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে ‘পাঠান’।
এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে পাঠান-এর হিন্দি সংস্করণে মোট আয় ৪৫৯.২৫ কোটি রুপি। অন্যদিকে তামিল ও তেলুগু ভার্সন মিলিয়ে মোট আয় ৪৭৬.০৫ কোটি রুপি। ভারতে আয়ের হিসেবে ৫০০ কোটি রুপির সন্নিকটে ‘পাঠান’।
বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এর আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে ভারতে ৫০০ কোটি রুপির ক্লাবে ঢুকে যাবে পাঠান।
বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইট বার্তায় বলেন, ‘ফর্মে ফিরল পাঠান। তৃতীয় শনিবার বড় লাফ দেখা গেল কালেকশনে। ন্যাশনাল চেইনস (মাল্টিপ্লেক্স)-এ আয় বেড়েছে নির্দিষ্ট গতিতে (শুক্রবার ২.৫৪ কোটি, শনিবার ৪.৮৫), তবে সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত রেজাল্ট। শুক্রবার পাঠানের কালেকশন ছিল ৫.৭৫ কোটি, শনিবার ১১ কোটি। মোট আয় ৪৫৯.২৫ কোটি।’
এখন পর্যন্ত ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে চারটি ভারতীয় সিনেমা। আমিরের ‘দঙ্গল’, প্রভাসের ‘বাহুবলী–২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’। এখন দেখার পালা ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁতে পারে কিনা পাঠান।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফেরেন শাহরুখ। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

মুক্তির ১৯ দিন পার করছে শাহরুখ খানের ‘পাঠান’। এরপরেও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়। গত শুক্রবারের তুলনায় গতকাল শনিবার সিনেমাটির টিকিট বিক্রির হার বেড়েছে ব্যাপক হারে। তৃতীয় শুক্রবারের তুলনায় গতকাল শনিবার মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ‘পাঠান’-এর টিকিট বিক্রির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। তৃতীয় শনিবারে এই ছবি দেশের বাজারে ১১ কোটি রুপি আয় করেছে।
আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বিশ্ব বক্স অফিসে পাঠানের কালেকশন ২৩ কোটি রুপি। সব মিলিয়ে এ পর্যন্ত ৯২৪ কোটি রুপি আয়ে ১০০০ কোটি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে ‘পাঠান’।
এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে পাঠান-এর হিন্দি সংস্করণে মোট আয় ৪৫৯.২৫ কোটি রুপি। অন্যদিকে তামিল ও তেলুগু ভার্সন মিলিয়ে মোট আয় ৪৭৬.০৫ কোটি রুপি। ভারতে আয়ের হিসেবে ৫০০ কোটি রুপির সন্নিকটে ‘পাঠান’।
বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এর আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে ভারতে ৫০০ কোটি রুপির ক্লাবে ঢুকে যাবে পাঠান।
বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইট বার্তায় বলেন, ‘ফর্মে ফিরল পাঠান। তৃতীয় শনিবার বড় লাফ দেখা গেল কালেকশনে। ন্যাশনাল চেইনস (মাল্টিপ্লেক্স)-এ আয় বেড়েছে নির্দিষ্ট গতিতে (শুক্রবার ২.৫৪ কোটি, শনিবার ৪.৮৫), তবে সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত রেজাল্ট। শুক্রবার পাঠানের কালেকশন ছিল ৫.৭৫ কোটি, শনিবার ১১ কোটি। মোট আয় ৪৫৯.২৫ কোটি।’
এখন পর্যন্ত ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে চারটি ভারতীয় সিনেমা। আমিরের ‘দঙ্গল’, প্রভাসের ‘বাহুবলী–২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’। এখন দেখার পালা ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁতে পারে কিনা পাঠান।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফেরেন শাহরুখ। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৪ ঘণ্টা আগে