
ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে