
রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৫ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৫ ঘণ্টা আগে