
রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমাটি সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক–কমেডি হতে যাচ্ছে। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে তিনি এমনটাই জানিয়েছেন। রণবীরের মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
জীবনের শেষ রোমান্টিক–কমেডি সিনেমার নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে জানিয়েছেন, এটি পরিচালনা করেছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আগামী বছরের ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন অন্য অনেক বলিউড তারকার সঙ্গে রণবীর কাপুরও। কন্যা রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি। মুখভর্তি দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক লুকে, সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন রণবীর। সেখানে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন।
ডেডলাইনের সঙ্গে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের আলোচনায় রণবীর বলেন, ‘আমি জানি না, সম্ভবত এটি আমার করা শেষ রোমান্টিক–কমেডি সিনেমা হতে যাচ্ছে, কারণ আমি বুড়ো হয়ে যাচ্ছি।’
রণবীর ডেডলাইনকে আরও বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করা, আমার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। আমি সব সময়ই চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত একটি গল্প লেখার সাহসও করতে পারিনি। আমি সব সময়ই একটি ভালো গল্পের অপেক্ষায় আছি। কিন্তু বড় কথা হলো, আমি যেহেতু লেখক নই, তাই অন্যদের সঙ্গে গল্প শেয়ার করার ক্ষেত্রে খুব লজ্জাবোধ করি। কিন্তু আমি বিষয়টি নিয়ে কাজ করছি, সিনেমা নির্মাণ নিয়ে আমি দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। যখন সেগুলো নির্মাণ শুরু করব, আশা করি সেগুলোতে আমি অভিনয়ও করব।’
বুড়ো হয়ে যাচ্ছেন—রণবীরের এই মন্তব্যের সঙ্গে ভক্তরা একমত হতে পারছেন না। ভক্তদের মতে, দিন দিন রণবীর কাপুর আরও তরুণ হচ্ছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক–কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জগ্গা জাসুস’ এবং ‘বেশরম’–এর মতো সিনেমায় রণবীর কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন।
লাভ রঞ্জনের পরবর্তী ছবি ছাড়াও, অনিল কাপুর, রাশমিকা মান্দান্না এবং ববি দেওলের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন গ্যাংস্টার ড্রামা ফিল্ম ‘অ্যানিমেল’-এও দেখা যাবে রণবীরকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে