
নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন সুকেশ। এতে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত সুকেশের চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।
জ্যাকুলিনকে তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে অছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।

নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন সুকেশ। এতে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত সুকেশের চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।
জ্যাকুলিনকে তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে অছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
১ ঘণ্টা আগে