আজকের পত্রিকা ডেস্ক

চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।
আমিরের দঙ্গল চীনে রেকর্ড ১৯২ মিলিয়ন মার্কিন ডলার (১২৩১ কোটি রুপি) আয় করেছে। তাইওয়ান ও হংকংয়ে আরও ১০ মিলিয়ন ডলার (৬৪ কোটি রুপি) আয় করেছে। এটি চীনে সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। আমিরের সিক্রেট সুপারস্টারও চীনা বাজারে দারুণ ব্যবসা করেছে। চীন ও হংকংয়ে মোট ১২২ মিলিয়ন ডলার (৭৬৩ কোটি রুপি) আয় করেছে।
গতকাল সকালে ওয়েভস ২০২৫–এর ‘স্টুডিওস অব দ্য ফিউচার: পুটিং ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টুডিও ম্যাপ’ শীর্ষক একটি অধিবেশনে আমির অংশ নিয়েছিলেন। মঞ্চে অভিনেতা সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাঁর চীনা বন্ধুদের সঙ্গে আলোচনার কথাও বলেন।
আমির বলেন, ‘আমি মনে করি চীনের সঙ্গে সহযোগিতা একটি উইন–উইন পরিস্থিতি—সৃজনশীলভাবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আবেগগত স্তরে—সব দিক থেকেই। আসলে, বহু বছর ধরে, আমি চীনের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি এবং আমরা প্রায়ই এটির সম্ভাব্যতা খতিয়ে দেখেছি। এখন, ওয়েভস আসার সঙ্গে সঙ্গে এটি সেই দিকে আরও একটু উৎসাহ জোগাবে। আপনি যদি একটি ইন্দো–চীন চলচ্চিত্রের দিকে তাকান—চীন থেকে একজন তারকা এবং ভারত থেকে একজন তারকা, এটি মোটামুটি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা। সুতরাং, আপনার কাছে ইতিমধ্যেই একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে।’
ওয়েভসে আমিরের অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানি, দিনেশ ভিজান এবং নামিত মালহোত্রা, পিভিআর–এর অজয় বিজলি এবং আমেরিকান প্রযোজক চার্লস রোভেন। ওয়েভস ২০২৫ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যবসাকে উৎসাহিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।

চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।
আমিরের দঙ্গল চীনে রেকর্ড ১৯২ মিলিয়ন মার্কিন ডলার (১২৩১ কোটি রুপি) আয় করেছে। তাইওয়ান ও হংকংয়ে আরও ১০ মিলিয়ন ডলার (৬৪ কোটি রুপি) আয় করেছে। এটি চীনে সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। আমিরের সিক্রেট সুপারস্টারও চীনা বাজারে দারুণ ব্যবসা করেছে। চীন ও হংকংয়ে মোট ১২২ মিলিয়ন ডলার (৭৬৩ কোটি রুপি) আয় করেছে।
গতকাল সকালে ওয়েভস ২০২৫–এর ‘স্টুডিওস অব দ্য ফিউচার: পুটিং ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টুডিও ম্যাপ’ শীর্ষক একটি অধিবেশনে আমির অংশ নিয়েছিলেন। মঞ্চে অভিনেতা সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাঁর চীনা বন্ধুদের সঙ্গে আলোচনার কথাও বলেন।
আমির বলেন, ‘আমি মনে করি চীনের সঙ্গে সহযোগিতা একটি উইন–উইন পরিস্থিতি—সৃজনশীলভাবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আবেগগত স্তরে—সব দিক থেকেই। আসলে, বহু বছর ধরে, আমি চীনের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি এবং আমরা প্রায়ই এটির সম্ভাব্যতা খতিয়ে দেখেছি। এখন, ওয়েভস আসার সঙ্গে সঙ্গে এটি সেই দিকে আরও একটু উৎসাহ জোগাবে। আপনি যদি একটি ইন্দো–চীন চলচ্চিত্রের দিকে তাকান—চীন থেকে একজন তারকা এবং ভারত থেকে একজন তারকা, এটি মোটামুটি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা। সুতরাং, আপনার কাছে ইতিমধ্যেই একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে।’
ওয়েভসে আমিরের অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানি, দিনেশ ভিজান এবং নামিত মালহোত্রা, পিভিআর–এর অজয় বিজলি এবং আমেরিকান প্রযোজক চার্লস রোভেন। ওয়েভস ২০২৫ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যবসাকে উৎসাহিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে