
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।

কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১১ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
২১ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে