
বলিউডে পরিচিতি তৈরি করেছেন বহু আগেই। এবার হলিউডের ডাক এসেছে। কেউ ইতিমধ্যেই প্রথম প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। কেউ হয়তো ব্যস্ত স্ক্রিপ্ট নির্বাচনে। দেখে নিন বলিউডের এমন তারকাকে যাঁদের আসছে দিনে হলিউডের ছবিতে দেখা যাবে।
হৃত্বিক রোশন
এক আমেরিকান স্পাই থ্রিলারে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। বলিউড তাঁকে ভালবেসেছে বহু আগেই। এবার হলিউডেও নিজের আধিপত্য বিস্তার করতে চলেছেন গ্রীক গড। বর্তমানে তিনি ভিক্রম ভেদার রিমেকের শুটিংয়ে ব্যস্ত আছেন।
আলিয়া ভাট
হলিউডের বিখ্যাত ট্যালেন্ট হান্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এনডোভার’-এর সঙ্গে চুক্তি করেছেন আলিয়া ভাট। সেই এজেন্সি হলিউডের বিখ্যাত তারকাদের পিআর দেখাশোনা করেন। এর মধ্যে রয়েছে গ্যাল গাদত, চার্লিজ থেরনের মতো তারকা। আলিয়াও যে হলিউডে খুব শীঘ্রই নাম লেখাতে যাচ্ছেন সেটা বলাই যায়।
সিকান্দার খের
‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত হলিউড অভিনেতা দেব প্যাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বলিউড তারকাকে। ইতিমধ্যেই নেটফ্লিক্স এই ছবির স্বত্ব কিনে রেখেছে। এই বছরই মুক্তি পাবে এই ছবি।
ধানুশ
নেটফ্লিক্সের আসন্ন বিগ বাজেট সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। যার প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। সেই সিনেমাতে অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশ। ছবিটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মত হলিউড সুপারস্টারদের সাথে স্ত্রিন শেয়ার করবেন ধানুশ।
কুবরা শেঠ
অ্যাপল টিভির সিরিজ ফাউন্ডেশন দিয়েই হলিউডে অভিষেক ঘটেছে কুবরা শেঠের। কুবরাকে এর আগে সেক্রেড গেমস সিরিজে এক বিশেষ চরিত্রে দেখা গেছে। গত সেপ্টেম্বরের ২৪ তারিখে ফাউন্ডেশন সিরিজের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছে।
আলী ফজল
‘ডেথ অন দ্য নাইল’ ছবির মধ্যে দিয়ে আবারও হলিউড ছবিতে দেখা যাবে আলী ফজলকে। ছবিটির পরিচালক ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ খ্যাত কেনেথ ব্রানাগ। আগাথা ক্রিস্টি সৃষ্ট গোয়েন্দা চরিত্র এরকুল পোয়েরোর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিটি। সেই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আলি। পোয়েরোর চরিত্রে কেনেথ ব্রানা তো আছেনই, তার সঙ্গে ছবিতে গ্যাল গ্যাদত, রাসেল ব্র্যান্ড, এমা ম্যাকে-রা রয়েছেন। ২০১৫ সালে ‘ফিউরিয়াস সেভেন’-এ একটি ছোট চরিত্রে অভিনয় দিয়ে হলিউডে অভিষিক্ত হয়েছিলেন আলি। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’- ছবিতে তিনি আব্দুলের চরিত্রে সুযোগ পেয়েছেন। জুডি ডেঞ্চের মতো দাপুটে অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের সুযোগ মিলেছে।

বলিউডে পরিচিতি তৈরি করেছেন বহু আগেই। এবার হলিউডের ডাক এসেছে। কেউ ইতিমধ্যেই প্রথম প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। কেউ হয়তো ব্যস্ত স্ক্রিপ্ট নির্বাচনে। দেখে নিন বলিউডের এমন তারকাকে যাঁদের আসছে দিনে হলিউডের ছবিতে দেখা যাবে।
হৃত্বিক রোশন
এক আমেরিকান স্পাই থ্রিলারে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। বলিউড তাঁকে ভালবেসেছে বহু আগেই। এবার হলিউডেও নিজের আধিপত্য বিস্তার করতে চলেছেন গ্রীক গড। বর্তমানে তিনি ভিক্রম ভেদার রিমেকের শুটিংয়ে ব্যস্ত আছেন।
আলিয়া ভাট
হলিউডের বিখ্যাত ট্যালেন্ট হান্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এনডোভার’-এর সঙ্গে চুক্তি করেছেন আলিয়া ভাট। সেই এজেন্সি হলিউডের বিখ্যাত তারকাদের পিআর দেখাশোনা করেন। এর মধ্যে রয়েছে গ্যাল গাদত, চার্লিজ থেরনের মতো তারকা। আলিয়াও যে হলিউডে খুব শীঘ্রই নাম লেখাতে যাচ্ছেন সেটা বলাই যায়।
সিকান্দার খের
‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত হলিউড অভিনেতা দেব প্যাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বলিউড তারকাকে। ইতিমধ্যেই নেটফ্লিক্স এই ছবির স্বত্ব কিনে রেখেছে। এই বছরই মুক্তি পাবে এই ছবি।
ধানুশ
নেটফ্লিক্সের আসন্ন বিগ বাজেট সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। যার প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। সেই সিনেমাতে অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশ। ছবিটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মত হলিউড সুপারস্টারদের সাথে স্ত্রিন শেয়ার করবেন ধানুশ।
কুবরা শেঠ
অ্যাপল টিভির সিরিজ ফাউন্ডেশন দিয়েই হলিউডে অভিষেক ঘটেছে কুবরা শেঠের। কুবরাকে এর আগে সেক্রেড গেমস সিরিজে এক বিশেষ চরিত্রে দেখা গেছে। গত সেপ্টেম্বরের ২৪ তারিখে ফাউন্ডেশন সিরিজের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছে।
আলী ফজল
‘ডেথ অন দ্য নাইল’ ছবির মধ্যে দিয়ে আবারও হলিউড ছবিতে দেখা যাবে আলী ফজলকে। ছবিটির পরিচালক ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ খ্যাত কেনেথ ব্রানাগ। আগাথা ক্রিস্টি সৃষ্ট গোয়েন্দা চরিত্র এরকুল পোয়েরোর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিটি। সেই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আলি। পোয়েরোর চরিত্রে কেনেথ ব্রানা তো আছেনই, তার সঙ্গে ছবিতে গ্যাল গ্যাদত, রাসেল ব্র্যান্ড, এমা ম্যাকে-রা রয়েছেন। ২০১৫ সালে ‘ফিউরিয়াস সেভেন’-এ একটি ছোট চরিত্রে অভিনয় দিয়ে হলিউডে অভিষিক্ত হয়েছিলেন আলি। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’- ছবিতে তিনি আব্দুলের চরিত্রে সুযোগ পেয়েছেন। জুডি ডেঞ্চের মতো দাপুটে অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের সুযোগ মিলেছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে