
লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে জীবন নাশের হুমকি পাওয়ার পর বলিউড তারকা সালমান খান তাঁর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বেশ কিছুদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে আছেন তিনি। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২ কোটি রুপিতে একটি বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন তিনি। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বলিউডে বহুল পরিচিত মুখ, রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর হত্যার কয়েক দিন পর এই অভিনেতাকে নতুন করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এর পর, তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলিউড সোসাইটি জানিয়েছে, সালমান খান তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম উপায় অবলম্বন করছেন। খরচ করছেন উদারহস্তে।
বলিউড সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খান একটি বুলেটপ্রুফ নিসান পেট্রল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিনেছেন। যেহেতু গাড়িটি ভারতীয় বাজারে পাওয়া যায় না তাই তাঁকে দুবাই থেকে এটি আমদানি করতে হচ্ছে। গাড়িটির মূল্য ভারতী মুদ্রায় প্রায় ২ কোটি রুপি এবং এটি দ্রুত ভারতে আনার জন্যও বিপুল অর্থ খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে পাওয়া গাড়িটির বৈশিষ্ট্যের ভিত্তিতে জানা গেছে, এই এসইউভিটিতে বেশ কিছু উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। যেমন—বিস্ফোরণ সতর্কতা নির্দেশক, ভারী কাচ যা খুব কাছাকাছি থেকে করা গুলিও প্রতিরোধ করতে পারে এবং ড্রাইভার বা যাত্রীকে শনাক্ত করতে না পারার জন্য ক্যামোফ্লেজ কালো শেড আছে এর কাচে।
এর আগে, গত বছরও সালমান খান এবং তাঁর বাবা সেলিম খান প্রথমবার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পান। তখনো তিনি আরব আমিরাত থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানি করেছিলেন।

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে জীবন নাশের হুমকি পাওয়ার পর বলিউড তারকা সালমান খান তাঁর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বেশ কিছুদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে আছেন তিনি। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২ কোটি রুপিতে একটি বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন তিনি। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বলিউডে বহুল পরিচিত মুখ, রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর হত্যার কয়েক দিন পর এই অভিনেতাকে নতুন করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এর পর, তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলিউড সোসাইটি জানিয়েছে, সালমান খান তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম উপায় অবলম্বন করছেন। খরচ করছেন উদারহস্তে।
বলিউড সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খান একটি বুলেটপ্রুফ নিসান পেট্রল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিনেছেন। যেহেতু গাড়িটি ভারতীয় বাজারে পাওয়া যায় না তাই তাঁকে দুবাই থেকে এটি আমদানি করতে হচ্ছে। গাড়িটির মূল্য ভারতী মুদ্রায় প্রায় ২ কোটি রুপি এবং এটি দ্রুত ভারতে আনার জন্যও বিপুল অর্থ খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে পাওয়া গাড়িটির বৈশিষ্ট্যের ভিত্তিতে জানা গেছে, এই এসইউভিটিতে বেশ কিছু উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। যেমন—বিস্ফোরণ সতর্কতা নির্দেশক, ভারী কাচ যা খুব কাছাকাছি থেকে করা গুলিও প্রতিরোধ করতে পারে এবং ড্রাইভার বা যাত্রীকে শনাক্ত করতে না পারার জন্য ক্যামোফ্লেজ কালো শেড আছে এর কাচে।
এর আগে, গত বছরও সালমান খান এবং তাঁর বাবা সেলিম খান প্রথমবার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পান। তখনো তিনি আরব আমিরাত থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানি করেছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে