
এই প্রথম একসঙ্গে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দুজনেই হালের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন। কাজেই তাঁদের নিয়ে সবার আগ্রহ একটু বেশিই। শুক্রবার রাতে মুম্বাইতে প্রথম এ দুই তারকাকে একসঙ্গে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক এবং চারপাশে এত লোক জড়ো হয়ে যাওয়ায় ভড়কে যান সামান্থা। তবে পর্দার মতো বাস্তবেও নায়িকাকে উদ্ধার করতে এগিয়ে আসেন নায়ক। সামান্থাকে ভিড় থেকে রক্ষা করতে দেখা যায় বরুণকে।
সামান্থাকে বরুণ বলেন, ‘একদম ভয় পেয়ো না।’ পাশাপাশি পাপারাজ্জিদের বলেন, ‘আপনারা ওকে ভয় দেখাবেন না।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বরুণ-সামান্থার সেই সব ছবি ও ভিডিও। সামান্থার ত্রাতা হিসেবে বরুণের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত বছরই জানা গিয়েছিল, বিখ্যাত আমেরিকান থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ হিন্দিতে রিমেক করছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্য়াত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে। আর সেই সিরিজেই জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে হিন্দি ‘সিটাডেল’-এর শুটিং শুরু হয়েছে। আপাতত মুম্বাইতেই রয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর ‘রাজি’ ওরফে সামান্থা।
‘সিটাডেল’ সিরিজটি নিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। এতে বিশ্ববিখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এর হিন্দি সংস্করণে দেখা যাবে বরুণ ও সামান্থাকে। তবে এই ওয়েব সিরিজ দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী বছরের আগে সিরিজটি মুক্তির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই প্রথম একসঙ্গে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দুজনেই হালের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন। কাজেই তাঁদের নিয়ে সবার আগ্রহ একটু বেশিই। শুক্রবার রাতে মুম্বাইতে প্রথম এ দুই তারকাকে একসঙ্গে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক এবং চারপাশে এত লোক জড়ো হয়ে যাওয়ায় ভড়কে যান সামান্থা। তবে পর্দার মতো বাস্তবেও নায়িকাকে উদ্ধার করতে এগিয়ে আসেন নায়ক। সামান্থাকে ভিড় থেকে রক্ষা করতে দেখা যায় বরুণকে।
সামান্থাকে বরুণ বলেন, ‘একদম ভয় পেয়ো না।’ পাশাপাশি পাপারাজ্জিদের বলেন, ‘আপনারা ওকে ভয় দেখাবেন না।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বরুণ-সামান্থার সেই সব ছবি ও ভিডিও। সামান্থার ত্রাতা হিসেবে বরুণের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত বছরই জানা গিয়েছিল, বিখ্যাত আমেরিকান থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ হিন্দিতে রিমেক করছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্য়াত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে। আর সেই সিরিজেই জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে হিন্দি ‘সিটাডেল’-এর শুটিং শুরু হয়েছে। আপাতত মুম্বাইতেই রয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর ‘রাজি’ ওরফে সামান্থা।
‘সিটাডেল’ সিরিজটি নিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। এতে বিশ্ববিখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এর হিন্দি সংস্করণে দেখা যাবে বরুণ ও সামান্থাকে। তবে এই ওয়েব সিরিজ দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী বছরের আগে সিরিজটি মুক্তির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৬ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৬ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৬ ঘণ্টা আগে