বিনোদন ডেস্ক

২০২১ সালে মাদক মামলায় জড়িয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ানের নাম। বেশ কিছুদিন হাজতেও থাকতে হয়েছিল তাঁকে। সে সময় মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন শাহরুখ। এ নিয়ে সরাসরি কোনো কথা বলেননি তিনি। তবে সেই জবাবটা জওয়ান সিনেমায় দিয়েছিলেন বলিউড বাদশা। এ সিনেমায় তাঁর মুখে একটি সংলাপ ছিল এমন, ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’ শাহরুখ আসলে এ সংলাপের মাধ্যমে চক্রান্তকারীদেরই জবাব দিয়েছেন। এবার শাহরুখের দেখানো পথেই হাঁটলেন সালমান খান।
চলতি বছর পুরোটা সময় জীবননাশের হুমকি পেয়েছেন সালমান। তাঁর বাসার বাইরে গুলি চলে। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে। তবে এ নিয়ে তেমন কোনো কথা বলেননি সালমান। গতকাল ‘সিকান্দার’ সিনেমার টিজারে যেন সেই হুমকির জবাব দিলেন বলিউড ভাইজান।
প্রায় দেড় মিনিটের টিজারে দেখা গেল, মুখোশধারী একদল লোক পেছন থেকে ঘিরে রেখেছে সিকান্দার চরিত্রের সালমানকে। সামনে এগিয়ে যেতেই তাঁর মুখে শোনা গেল, ‘শুনেছি অনেক লোক আমার পেছনে পড়ে আছে, এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা।’ টিজারের এ সংলাপের সঙ্গে অনেকেই সাম্প্রতিক সময়ে সালমানকে দেওয়া হুমকির ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।
সালমানের জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর সিকান্দারের টিজার প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। সিকান্দারে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। পরিচালনায় এ আর মুরুগাদোস, প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিকান্দার।
নিরাপত্তার কারণে এবার জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি সালমান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো সালমানের বোন অর্পিতা একটি বিশেষ পার্টির আয়োজন করেন। সেখানে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন। সালমানের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল আম্বানি পরিবার। জামনগরে আয়োজিত এ আয়োজনে প্রাইভেট জেট দিয়ে এসেছিলেন সালমানের পরিবারের সদস্যরা। প্রাইভেট জেটের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহেল খান।

২০২১ সালে মাদক মামলায় জড়িয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ানের নাম। বেশ কিছুদিন হাজতেও থাকতে হয়েছিল তাঁকে। সে সময় মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন শাহরুখ। এ নিয়ে সরাসরি কোনো কথা বলেননি তিনি। তবে সেই জবাবটা জওয়ান সিনেমায় দিয়েছিলেন বলিউড বাদশা। এ সিনেমায় তাঁর মুখে একটি সংলাপ ছিল এমন, ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’ শাহরুখ আসলে এ সংলাপের মাধ্যমে চক্রান্তকারীদেরই জবাব দিয়েছেন। এবার শাহরুখের দেখানো পথেই হাঁটলেন সালমান খান।
চলতি বছর পুরোটা সময় জীবননাশের হুমকি পেয়েছেন সালমান। তাঁর বাসার বাইরে গুলি চলে। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে। তবে এ নিয়ে তেমন কোনো কথা বলেননি সালমান। গতকাল ‘সিকান্দার’ সিনেমার টিজারে যেন সেই হুমকির জবাব দিলেন বলিউড ভাইজান।
প্রায় দেড় মিনিটের টিজারে দেখা গেল, মুখোশধারী একদল লোক পেছন থেকে ঘিরে রেখেছে সিকান্দার চরিত্রের সালমানকে। সামনে এগিয়ে যেতেই তাঁর মুখে শোনা গেল, ‘শুনেছি অনেক লোক আমার পেছনে পড়ে আছে, এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা।’ টিজারের এ সংলাপের সঙ্গে অনেকেই সাম্প্রতিক সময়ে সালমানকে দেওয়া হুমকির ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।
সালমানের জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর সিকান্দারের টিজার প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। সিকান্দারে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। পরিচালনায় এ আর মুরুগাদোস, প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিকান্দার।
নিরাপত্তার কারণে এবার জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি সালমান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো সালমানের বোন অর্পিতা একটি বিশেষ পার্টির আয়োজন করেন। সেখানে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন। সালমানের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল আম্বানি পরিবার। জামনগরে আয়োজিত এ আয়োজনে প্রাইভেট জেট দিয়ে এসেছিলেন সালমানের পরিবারের সদস্যরা। প্রাইভেট জেটের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহেল খান।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১০ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৫ ঘণ্টা আগে