Ajker Patrika

ইমরান হাশমির ‘জান্নাত’ দিয়ে শুরু, কী নিয়ে ব্যস্ত সোনাল 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২০: ৫৭
ইমরান হাশমির ‘জান্নাত’ দিয়ে শুরু, কী নিয়ে ব্যস্ত সোনাল 

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তাঁর। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ খেতাব জেতেন তিনি। ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু। এই চলচ্চিত্রের মাধ্যমেই তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 

সোনাল চৌহান ভারতের উত্তর প্রদেশের রাজপুত রাজপরিবারের সদস্য। 

সোনাল দিল্লি পাবলিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর দিল্লির গার্গি কলেজ থেকে স্নাতক করেন। 

হিমেশ রেশমিয়ার ‘আপ কা সুরুর’ মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। মডেলিং দিয়েই বলিউডে প্রবেশ করেন তিনি। 

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান‘জান্নাত’ সিনেমার পরিচালক কুনাল দেশমুখ সোনালকে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখতে পান এবং সেখানেই তাঁকে সিনেমার কাজের প্রস্তাব দেন। 

কুনাল দেশমুখ পরিচালিত ‘জান্নাত’ চলচ্চিত্রের মাধ্যমে সংবাদের শিরোনামে আসেন তিনি। তবে চলচ্চিত্রটিতে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। 

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান২০০৮ সালে ‘রেইনবো’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর তেলুগু সিনেমায় অভিষেক হয়। 

এরপর তিনি নান্দামুরি বালাকৃষ্ণের বিপরীতে ‘লিজেন্ড’ (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর পরবর্তী তেলুগু চলচ্চিত্র ‘পান্ডাগা ছিস্কো’। ২০১৫ সালের শুরুতে তিনি দুটি তেলুগু চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন—প্রথমটি আরিয়ার বিপরীতে ‘সাইজ জিরো’, অন্যটি কল্যাণ রামের বিপরীতে ‘শের’ চলচ্চিত্রে। 

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান‘বুড্ডা হোগা তেরা বাপ’, ‘পল্টন’ ও ‘জ্যাক এবং দিল’-এর মতো আলোচিত বলিউডের সিনেমায় তিনি অভিনয় করছেন। 

দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা প্রভাস অভিনীত চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ অভিনয় করেছেন সোনাল। ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা চলচ্চিত্রটির। ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান

ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত