
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তরুণ প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
মুম্বাইয়ের কুপার হাসপাতালে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। পারিবারিক সূত্র ধরে এনডিটিভি বলছে, গতকাল রাতে ঘুমানোর আগে ঘুমের ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। এদিন সকালে আর ঘুম থেকেই ওঠেনি সে।
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ সিরিয়ালের মাধ্যম অভিনয় জগতে অভিষেক হয় সিদ্ধার্থের। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। তবে কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। সেই সিরিয়ালে নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে।
২০১৪ সালে বলিউডে অভিষেক হয় এই অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়ালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খাতরো কা খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি। পরবর্তী সময়ে কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেন।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম সিদ্ধার্থ শুক্লার। তবে মাত্র ৪০ বছর বয়েসেই থেমে গেল এই প্রতিভাবান অভিনেতার জীবন।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তরুণ প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
মুম্বাইয়ের কুপার হাসপাতালে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। পারিবারিক সূত্র ধরে এনডিটিভি বলছে, গতকাল রাতে ঘুমানোর আগে ঘুমের ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। এদিন সকালে আর ঘুম থেকেই ওঠেনি সে।
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ সিরিয়ালের মাধ্যম অভিনয় জগতে অভিষেক হয় সিদ্ধার্থের। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। তবে কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। সেই সিরিয়ালে নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে।
২০১৪ সালে বলিউডে অভিষেক হয় এই অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়ালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খাতরো কা খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্ট করেছেন তিনি। পরবর্তী সময়ে কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেন।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম সিদ্ধার্থ শুক্লার। তবে মাত্র ৪০ বছর বয়েসেই থেমে গেল এই প্রতিভাবান অভিনেতার জীবন।

বছরজুড়েই বিভিন্ন অঙ্গনের শিল্পীদের প্রয়াণ শোকাহত করেছে সংস্কৃতি অঙ্গনের মানুষকে। ২০২৫ সালে প্রয়াত শিল্পীদের খবর এই প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
বছরজুড়ে চলচ্চিত্রের জগতে ঘটেছে কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আজকের পত্রিকার পাঠকদের জন্য নির্বাচিত পাঁচটি আলোচিত ঘটনার খবর।
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে অনেক তারকা যেমন বিয়ের পিঁড়িতে বসেছেন, তেমনি এসেছে বিবাহবিচ্ছেদের খবর। তারকাদের বিয়ে ও বিচ্ছেদের খবর নিয়ে এই প্রতিবেদন।
৯ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশে। শোকাহত দেশের সাংস্কৃতিক ব্যক্তিরাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন তাঁরা। অনেকেই করেছেন স্মৃতিচারণা। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান।
১৬ ঘণ্টা আগে