অনলাইন ডেস্ক
বলিউডের ভাই-বোনদের কথা সব সময় থাকে সংবাদের পাতায়। সম্পর্কের রসায়ন, কাজের প্রতিদ্বন্দ্বিতা, কে কার চেয়ে এগিয়ে—এই গসিপে ভরপুর থাকে সংবাদের পাতাগুলো। কিন্তু রূপালী জগতের এই লড়াইয়ের প্রভাব পরিবারের মধ্যেও যখন চলে আসে, তখন সম্পর্কে জায়গা নেয় তিক্ততা।
কিছুদিন আগেই বলিউড দেখেছিল গায়ক সহোদর আমাল ও আরমান মালিকের সম্পর্কের দ্বন্দ্ব। আমালের চেয়ে আরমানের জনপ্রিয়তা তাঁদের পরিবারে নিয়ে এসেছিল তিক্ততা। আর এর পেছনে আমাল দায়ী করেছিলেন নিজেদের বাবা-মাকে।
আবারও এমন তিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীতজগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
পোস্টে সোনু বলেন, ভাই টনি আর বোন নেহার সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁদের বড় বোন নন। তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো কারণ বা কাউকে দায়ী করে কিছু বলেননি সোনু।
এই জনপ্রিয় গায়িকা লিখেছেন, ‘আপনাদের সবাইকে গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, আমি আর দুই প্রতিভাবান সুপারস্টার টনি কাক্কার ও নেহা কাক্কারের বোন নই। গভীর মানসিক যন্ত্রণা থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার মন সত্যিই খুব খারাপ।’
বহুবার একসঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেছেন কাক্কার পরিবারের তিন ভাই-বোন। তাঁদের এই বিচ্ছেদ এবং সোনুর এমন আকস্মিক পোস্টে হতভম্ব ভক্ত ও নেটিজেনরা।
পরে পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাক্কার পরিবারের এই ভাঙনের গল্প। তবে এই পোস্টের পর সোনু, টনি বা নেহার পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। কী কারণে এমন বিচ্ছেদের সিদ্ধান্ত সোনুর আর এর জন্য কে দায়ী, তা জানতে ভক্তদের অপেক্ষা যেন বাড়ছেই।
গান, আড্ডা কিংবা কোনো সাক্ষাৎকারে এই তিন ভাই-বোনের ভালোবাসার মধুর চিত্র উঠে এসেছে সব সময়। একে অন্যের পাশে থাকা, সমর্থন করা এবং মানসিক শক্তিতে পরিণত হওয়ার গল্প শুনিয়েছেন তাঁরা। ভক্তরাও এই ভালোবাসায় সিক্ত হয়েছেন।
‘স্টোরি অব কাক্কার’ শোতে এই ভাই-বোনেরা জানিয়েছিলেন, আজকের এই জনপ্রিয়তায় পৌঁছাতে নেহা ও তাঁর পরিবারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা ঘরে সবাই মিলে থাকতেন। এমনকি অর্থসংকটের কারণে নেহাকে পৃথিবীর আলোই দেখাতে চাননি তাঁদের বাবা-মা। ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন বলে শোতে জানান টনি কাক্কার। সোনু, টনি ও নেহা এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন গাইতেন।
আরও খবর পড়ুন:
বলিউডের ভাই-বোনদের কথা সব সময় থাকে সংবাদের পাতায়। সম্পর্কের রসায়ন, কাজের প্রতিদ্বন্দ্বিতা, কে কার চেয়ে এগিয়ে—এই গসিপে ভরপুর থাকে সংবাদের পাতাগুলো। কিন্তু রূপালী জগতের এই লড়াইয়ের প্রভাব পরিবারের মধ্যেও যখন চলে আসে, তখন সম্পর্কে জায়গা নেয় তিক্ততা।
কিছুদিন আগেই বলিউড দেখেছিল গায়ক সহোদর আমাল ও আরমান মালিকের সম্পর্কের দ্বন্দ্ব। আমালের চেয়ে আরমানের জনপ্রিয়তা তাঁদের পরিবারে নিয়ে এসেছিল তিক্ততা। আর এর পেছনে আমাল দায়ী করেছিলেন নিজেদের বাবা-মাকে।
আবারও এমন তিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীতজগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
পোস্টে সোনু বলেন, ভাই টনি আর বোন নেহার সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁদের বড় বোন নন। তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো কারণ বা কাউকে দায়ী করে কিছু বলেননি সোনু।
এই জনপ্রিয় গায়িকা লিখেছেন, ‘আপনাদের সবাইকে গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, আমি আর দুই প্রতিভাবান সুপারস্টার টনি কাক্কার ও নেহা কাক্কারের বোন নই। গভীর মানসিক যন্ত্রণা থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার মন সত্যিই খুব খারাপ।’
বহুবার একসঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেছেন কাক্কার পরিবারের তিন ভাই-বোন। তাঁদের এই বিচ্ছেদ এবং সোনুর এমন আকস্মিক পোস্টে হতভম্ব ভক্ত ও নেটিজেনরা।
পরে পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাক্কার পরিবারের এই ভাঙনের গল্প। তবে এই পোস্টের পর সোনু, টনি বা নেহার পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। কী কারণে এমন বিচ্ছেদের সিদ্ধান্ত সোনুর আর এর জন্য কে দায়ী, তা জানতে ভক্তদের অপেক্ষা যেন বাড়ছেই।
গান, আড্ডা কিংবা কোনো সাক্ষাৎকারে এই তিন ভাই-বোনের ভালোবাসার মধুর চিত্র উঠে এসেছে সব সময়। একে অন্যের পাশে থাকা, সমর্থন করা এবং মানসিক শক্তিতে পরিণত হওয়ার গল্প শুনিয়েছেন তাঁরা। ভক্তরাও এই ভালোবাসায় সিক্ত হয়েছেন।
‘স্টোরি অব কাক্কার’ শোতে এই ভাই-বোনেরা জানিয়েছিলেন, আজকের এই জনপ্রিয়তায় পৌঁছাতে নেহা ও তাঁর পরিবারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা ঘরে সবাই মিলে থাকতেন। এমনকি অর্থসংকটের কারণে নেহাকে পৃথিবীর আলোই দেখাতে চাননি তাঁদের বাবা-মা। ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন বলে শোতে জানান টনি কাক্কার। সোনু, টনি ও নেহা এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন গাইতেন।
আরও খবর পড়ুন:
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৪ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৬ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৮ ঘণ্টা আগে