
ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।

ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২১ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে