বলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ।
গত বছরের মাঝামাঝি হত্যার হুমকি পেয়েছিলেন কিং খান। তারপর থেকেই লাইমলাইটের অন্তরালে থাকতে শুরু করেছেন শাহরুখ। গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় তাঁকে দেখা যায়নি। নিরাপত্তার আশঙ্কা থেকেই কী তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউড সুপারস্টার?
আসলে বিষয়টি তা নয়! শাহরুখ ও গৌরী মিলে মনের মতো করে সাজিয়েছেন এই বাড়ি। বাড়ি নয় বরং এটিকে প্রাসাদ বলাই ভালো। এবার স্বপ্নের বাড়ি মান্নাতকে আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান। কিন্তু হেরিটেজ ভবনে হাতুড়ি চালাতে হলে প্রশাসনের অনুমতি আবশ্যক। ইতিমধ্যেই মুম্বাই প্রশাসন থেকে সেই ছাড়পত্র পেয়েছেন তাঁরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছয় তলার মান্নাতকে এবার ৮ তলা ভবনে রূপ দিতে চাইছেন এই তারকা দম্পতি। আর সে জন্যই এবার স্ত্রী-সন্তান নিয়ে মুম্বাইয়ের খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোতে ভাড়া থাকবেন তাঁরা। সেই বিলাসবহুল বাংলো হলো ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকে সেই বাংলো ৩ বছরের জন্য লিজ নিয়েছেন শাহরুখ।
এ দিকে বিভিন্ন সূত্রে সেখানকার গণমাধ্যমগুলো বলছে, পালি হিলসের এই বাংলোর ভাড়া হিসেবে প্রতি মাসে শাহরুখকে দিতে হবে ১১ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়াও ৩২ লাখ ৯৭ হাজার টাকা অগ্রিম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লাখ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে।
বলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ।
গত বছরের মাঝামাঝি হত্যার হুমকি পেয়েছিলেন কিং খান। তারপর থেকেই লাইমলাইটের অন্তরালে থাকতে শুরু করেছেন শাহরুখ। গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় তাঁকে দেখা যায়নি। নিরাপত্তার আশঙ্কা থেকেই কী তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউড সুপারস্টার?
আসলে বিষয়টি তা নয়! শাহরুখ ও গৌরী মিলে মনের মতো করে সাজিয়েছেন এই বাড়ি। বাড়ি নয় বরং এটিকে প্রাসাদ বলাই ভালো। এবার স্বপ্নের বাড়ি মান্নাতকে আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান। কিন্তু হেরিটেজ ভবনে হাতুড়ি চালাতে হলে প্রশাসনের অনুমতি আবশ্যক। ইতিমধ্যেই মুম্বাই প্রশাসন থেকে সেই ছাড়পত্র পেয়েছেন তাঁরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছয় তলার মান্নাতকে এবার ৮ তলা ভবনে রূপ দিতে চাইছেন এই তারকা দম্পতি। আর সে জন্যই এবার স্ত্রী-সন্তান নিয়ে মুম্বাইয়ের খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোতে ভাড়া থাকবেন তাঁরা। সেই বিলাসবহুল বাংলো হলো ভাগনানি পরিবারের সম্পত্তি। জ্যাকি ভাগনানির থেকে সেই বাংলো ৩ বছরের জন্য লিজ নিয়েছেন শাহরুখ।
এ দিকে বিভিন্ন সূত্রে সেখানকার গণমাধ্যমগুলো বলছে, পালি হিলসের এই বাংলোর ভাড়া হিসেবে প্রতি মাসে শাহরুখকে দিতে হবে ১১ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়াও ৩২ লাখ ৯৭ হাজার টাকা অগ্রিম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লাখ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে