বিনোদন ডেস্ক

ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’

এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।

ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’

এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১০ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১০ ঘণ্টা আগে