বিনোদন ডেস্ক
ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’
এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।
ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’
এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।
বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন পারশা। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই গাড়িতে আগুন লেগে যায়।
৯ ঘণ্টা আগেদেশের সিনেমায় এখন বইছে অ্যাকশনের হাওয়া। গল্প তৈরি হচ্ছে নায়ককে ঘিরে। সেই সঙ্গে সিনেমার প্রচারও হয়ে উঠেছে নায়ককেন্দ্রিক, নায়িকারা পড়ে থাকছেন আড়ালে। নায়ককে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। আসন্ন রোজার ঈদের সিনেমাগুলোর প্রচারেও উপেক্ষিত নায়িকারা।
১৯ ঘণ্টা আগে‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ডাক পাননি দুর্গেশ।
১ দিন আগেপাকিস্তানি অভিনেত্রী সেহের খান মনে করেন, টিভি নাটকগুলোতে দেশের বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরা উচিত। জনপ্রিয় টিভি সিরিজ ‘তান মান নীল ও নীল’-এ অভিনয়ের পর তিনি এ মন্তব্য করেন। তিনি মনে করেন, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন আনার জন্য টিভি সিরিজ বা নাটকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১ দিন আগে