
মুক্তির পর থেকেই বিতর্ককে সঙ্গী করে বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে আলোচিত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। অথচ এই সিনেমা এখন কিনতে নারাজ ওটিটি প্ল্যাটফর্মগুলো। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়ায় পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘সবই ষড়যন্ত্র।’
টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক জানান, এখনো পর্যন্ত তাঁরা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভালো কোনো প্রস্তাব পাননি। পরিচালকের অভিযোগ, এ সবই ষড়যন্ত্র। ‘দ্য কেরালা স্টোরি’র বক্স অফিসে ভালো ফলাফল অনেকের অসন্তোষের কারণ বলেও জানান তিনি।
গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম দিন থেকেই বিতর্কের শিরোনামে ছিল সিনেমাটি। সমালোচকদের দাবি, এই সিনেমাটি মুসলিমবিরোধী। শুধু তাই নয়, ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধের দাবি জানায় ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’ কিন্তু পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি।
তবে ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেলেও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অল্প সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। তারপর ২০০ এবং ৩০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলে খুব দ্রুত। বর্তমানে সিনেমাটির আয় ৩০৩.৬৮ কোটি রুপি। আয়ের দিক দিয়ে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’-এর পরই রয়েছে সিনেমাটি। এত সাফল্যের পরও কোনো ওয়েব প্ল্যাটফর্ম কিনতে চাইছে না সিনেমাটি।
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

মুক্তির পর থেকেই বিতর্ককে সঙ্গী করে বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে আলোচিত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। অথচ এই সিনেমা এখন কিনতে নারাজ ওটিটি প্ল্যাটফর্মগুলো। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়ায় পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘সবই ষড়যন্ত্র।’
টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক জানান, এখনো পর্যন্ত তাঁরা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভালো কোনো প্রস্তাব পাননি। পরিচালকের অভিযোগ, এ সবই ষড়যন্ত্র। ‘দ্য কেরালা স্টোরি’র বক্স অফিসে ভালো ফলাফল অনেকের অসন্তোষের কারণ বলেও জানান তিনি।
গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম দিন থেকেই বিতর্কের শিরোনামে ছিল সিনেমাটি। সমালোচকদের দাবি, এই সিনেমাটি মুসলিমবিরোধী। শুধু তাই নয়, ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধের দাবি জানায় ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’ কিন্তু পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি।
তবে ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেলেও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অল্প সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। তারপর ২০০ এবং ৩০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলে খুব দ্রুত। বর্তমানে সিনেমাটির আয় ৩০৩.৬৮ কোটি রুপি। আয়ের দিক দিয়ে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’-এর পরই রয়েছে সিনেমাটি। এত সাফল্যের পরও কোনো ওয়েব প্ল্যাটফর্ম কিনতে চাইছে না সিনেমাটি।
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে