
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।

গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে