
বলিউডের বহুল আলোচিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর বিয়ে করবেন। রাজকীয় বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। হোটেল বুকিং থেকে শুরু করে সাজসরঞ্জাম নির্বাচন, সবই করা হয়েছে। বিয়ের কথা গোপন রাখতে ভিকি-ক্যাটরিনা প্রতিদিনই নতুন নিয়ম করছেন আগত অতিথিদের জন্য। এসব নিয়মকানুন ও কঠোরতায় অতিথিরা বিরক্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।
বিয়েতে উপস্থিত এক অতিথি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ভিকি-ক্যাটরিনার বিয়ের সমন্বয়কারী টিম প্রতিদিন একটি করে নতুন নিয়ম পাঠায়। অতিথি বলেন, ‘আমি জানি না তাদের টিম এসব নিয়ে এত চাপ নিচ্ছে, নাকি দম্পতি নিজেরাই তাদের বিয়ে গোপন রাখতে চাইছেন। বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রতিদিনই নতুন নতুন শর্ত সামনে আসে। ঈশ্বরের জন্য এই বিবাহ। কোনো রাষ্ট্রের গোপনীয়তা নয় যার জন্য এত পাহারা বসানো হচ্ছে!’
অতিথি আরও বলেন, ‘কিছু শর্ত আপত্তিকর এবং অপমানজনক। আপনি যদি আপনার অতিথিদের বিশ্বাসই না করতে পারেন, তাহলে কেন তাদের ডাকবেন? এটা করো, ওটা করতে পারবে না, বলা হচ্ছে প্রতিদিন।’
অন্যদিকে, ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, বিয়েতে আগত অতিথিদের জন্য একটি নতুন চুক্তিপত্র তৈরী করা হয়েছে। অতিথিদের চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্র প্রকাশ করা যাবে না। এর অর্থ এই যে তারা দম্পতির বিয়েতে তাদের উপস্থিতি সম্পর্কে কথা বলতে পারবে না, ছবি তুলতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে পারবে না, বিয়ের স্থানের বিবরণ শেয়ার করবে না, ফোন ব্যবহার করবে না।
অনুষ্ঠানস্থলে এখন অতিথিদের ওপর এত শর্ত চাপিয়ে, মনে হচ্ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েকে তাদের সম্পর্কের মতোই গোপন রাখতে চান।

বলিউডের বহুল আলোচিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর বিয়ে করবেন। রাজকীয় বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। হোটেল বুকিং থেকে শুরু করে সাজসরঞ্জাম নির্বাচন, সবই করা হয়েছে। বিয়ের কথা গোপন রাখতে ভিকি-ক্যাটরিনা প্রতিদিনই নতুন নিয়ম করছেন আগত অতিথিদের জন্য। এসব নিয়মকানুন ও কঠোরতায় অতিথিরা বিরক্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।
বিয়েতে উপস্থিত এক অতিথি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ভিকি-ক্যাটরিনার বিয়ের সমন্বয়কারী টিম প্রতিদিন একটি করে নতুন নিয়ম পাঠায়। অতিথি বলেন, ‘আমি জানি না তাদের টিম এসব নিয়ে এত চাপ নিচ্ছে, নাকি দম্পতি নিজেরাই তাদের বিয়ে গোপন রাখতে চাইছেন। বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রতিদিনই নতুন নতুন শর্ত সামনে আসে। ঈশ্বরের জন্য এই বিবাহ। কোনো রাষ্ট্রের গোপনীয়তা নয় যার জন্য এত পাহারা বসানো হচ্ছে!’
অতিথি আরও বলেন, ‘কিছু শর্ত আপত্তিকর এবং অপমানজনক। আপনি যদি আপনার অতিথিদের বিশ্বাসই না করতে পারেন, তাহলে কেন তাদের ডাকবেন? এটা করো, ওটা করতে পারবে না, বলা হচ্ছে প্রতিদিন।’
অন্যদিকে, ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, বিয়েতে আগত অতিথিদের জন্য একটি নতুন চুক্তিপত্র তৈরী করা হয়েছে। অতিথিদের চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্র প্রকাশ করা যাবে না। এর অর্থ এই যে তারা দম্পতির বিয়েতে তাদের উপস্থিতি সম্পর্কে কথা বলতে পারবে না, ছবি তুলতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে পারবে না, বিয়ের স্থানের বিবরণ শেয়ার করবে না, ফোন ব্যবহার করবে না।
অনুষ্ঠানস্থলে এখন অতিথিদের ওপর এত শর্ত চাপিয়ে, মনে হচ্ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েকে তাদের সম্পর্কের মতোই গোপন রাখতে চান।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৩ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৩ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৩ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৩ ঘণ্টা আগে