বিনোদন ডেস্ক

রাস্তায় নামাজ পড়লেই কড়া শাস্তি। ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট বাতিলও হতে পারে। সপ্তাহখানিক আগে এমন নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ঈদগাহ ও মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবে না। রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
এমনকি এবারের ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে। ড্রোন ও সিসিটিভি দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পুলিশ। উত্তরপ্রদেশের এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এর প্রতিবাদ জানিয়েছেন। বিনোদন অঙ্গনের তারকাদের কেউ এ নিয়ে মুখ না খুললেও সরব হয়েছেন ভারতীয় কমেডিয়ান ও র্যাপার মুনাওয়ার ফারুকী।
মুনাওয়ার ফারুকী প্রশ্ন তুলেছেন, ‘আধঘণ্টার নামাজের জন্য এই শাস্তি? এবার থেকে কি ভারতের রাস্তাঘাটে আর কোনো উৎসব উদ্যাপন করা হবে না?’ মুনাওয়ারের এমন পোস্টে সরগরম নেটপাড়া। বিভিন্ন ধর্মালম্বী মানুষ সমর্থন জানিয়েছেন তাঁকে। পুলিশের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন মুনাওয়ার। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘বৈচিত্রময় উৎসবের জন্যই ভারত এত সুন্দর! জন্মাষ্টমীর সময় সারা শহর জেগে ওঠে। মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ে। মিছিল হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবকে সহযোগিতা করে।’
মুনাওয়ার আরও বলেন, ‘হামিদিয়া মসজিদের ঠিক পাশেই বাম্বা দেবীর মন্দির আছে। আরতি ও নামাজ একই রাস্তায় হয়। আমরা ছোটবেলা থেকেই এসব দেখে আসছি। আমি মিরাট পুলিশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাই। সমস্ত রাজনৈতিক সমাবেশ রাস্তায় হয়, যখনই কোনো ভিআইপি যায়, রাস্তা অবরুদ্ধ থাকে। ভারতীয় নাগরিকদের রাস্তায় তাদের উৎসব উদ্যাপন করার অধিকার আছে।’

মুনাওয়ার জানান, কেউ ইচ্ছা করে রাস্তায় নামাজ পড়ে না। তিনি বলেন, ‘মানুষ মসজিদেই নামাজ পড়ে। কিন্তু ঈদ ও জুম্মার দিন যেহেতু অনেক লোক মসজিদে আসে, তাই রাস্তায় ব্যবস্থা করা হয়। এটা কিছু সময়ের ব্যাপার। মানুষ যুগ যুগ ধরে এটা করে আসছে, তাদের এটা করতে দিন।’

রাস্তায় নামাজ পড়লেই কড়া শাস্তি। ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট বাতিলও হতে পারে। সপ্তাহখানিক আগে এমন নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ঈদগাহ ও মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবে না। রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
এমনকি এবারের ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে। ড্রোন ও সিসিটিভি দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পুলিশ। উত্তরপ্রদেশের এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এর প্রতিবাদ জানিয়েছেন। বিনোদন অঙ্গনের তারকাদের কেউ এ নিয়ে মুখ না খুললেও সরব হয়েছেন ভারতীয় কমেডিয়ান ও র্যাপার মুনাওয়ার ফারুকী।
মুনাওয়ার ফারুকী প্রশ্ন তুলেছেন, ‘আধঘণ্টার নামাজের জন্য এই শাস্তি? এবার থেকে কি ভারতের রাস্তাঘাটে আর কোনো উৎসব উদ্যাপন করা হবে না?’ মুনাওয়ারের এমন পোস্টে সরগরম নেটপাড়া। বিভিন্ন ধর্মালম্বী মানুষ সমর্থন জানিয়েছেন তাঁকে। পুলিশের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন মুনাওয়ার। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘বৈচিত্রময় উৎসবের জন্যই ভারত এত সুন্দর! জন্মাষ্টমীর সময় সারা শহর জেগে ওঠে। মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ে। মিছিল হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবকে সহযোগিতা করে।’
মুনাওয়ার আরও বলেন, ‘হামিদিয়া মসজিদের ঠিক পাশেই বাম্বা দেবীর মন্দির আছে। আরতি ও নামাজ একই রাস্তায় হয়। আমরা ছোটবেলা থেকেই এসব দেখে আসছি। আমি মিরাট পুলিশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাই। সমস্ত রাজনৈতিক সমাবেশ রাস্তায় হয়, যখনই কোনো ভিআইপি যায়, রাস্তা অবরুদ্ধ থাকে। ভারতীয় নাগরিকদের রাস্তায় তাদের উৎসব উদ্যাপন করার অধিকার আছে।’

মুনাওয়ার জানান, কেউ ইচ্ছা করে রাস্তায় নামাজ পড়ে না। তিনি বলেন, ‘মানুষ মসজিদেই নামাজ পড়ে। কিন্তু ঈদ ও জুম্মার দিন যেহেতু অনেক লোক মসজিদে আসে, তাই রাস্তায় ব্যবস্থা করা হয়। এটা কিছু সময়ের ব্যাপার। মানুষ যুগ যুগ ধরে এটা করে আসছে, তাদের এটা করতে দিন।’

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৫ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
২০ ঘণ্টা আগে