
গত সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে একটার পর একটা রেকর্ড গড়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। সব থেকে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জনের পর এবার অ্যাটলি পরিচালিত সিনেমাটির মুকুটে নতুন পালক যুক্ত হলো। নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। আর সেখানেই ভারতে সব থেকে বেশিবার দেখা সিনেমার খেতাব পেল এটি।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। হিন্দি, তামিল, তেলুগু সব কটা ভাষা মিলিয়ে এটি ওটিটি প্ল্যাটফর্মটিতে ভারতের সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব জিতেছে, তাও মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।
এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্যাপন, প্যাশনের উদ্যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’
উল্লেখ্য, অ্যাটলি কুমার পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন–নয়নতারা, বিজয় সেতুপতি। এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১ হাজার ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে।

গত সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে একটার পর একটা রেকর্ড গড়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। সব থেকে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জনের পর এবার অ্যাটলি পরিচালিত সিনেমাটির মুকুটে নতুন পালক যুক্ত হলো। নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। আর সেখানেই ভারতে সব থেকে বেশিবার দেখা সিনেমার খেতাব পেল এটি।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। হিন্দি, তামিল, তেলুগু সব কটা ভাষা মিলিয়ে এটি ওটিটি প্ল্যাটফর্মটিতে ভারতের সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব জিতেছে, তাও মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।
এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্যাপন, প্যাশনের উদ্যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’
উল্লেখ্য, অ্যাটলি কুমার পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন–নয়নতারা, বিজয় সেতুপতি। এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১ হাজার ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে