বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে। গত শনিবার জন্মদিন উপলক্ষে অনুরাগীদের ‘ওয়েলকাম-৩’-এর টিজার উপহার দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ শিরোনামের সিনেমাটিতে আগের প্রায় সব অভিনেতা থাকলেও সিনেমাটি থেকে এবার বাদ পড়েছেন উদয় শেঠি চরিত্রে অভিনয় করা অভিনেতা নানা পাটেকর।
‘ওয়েলকাম’ ও ‘ওয়েলকাম-২’ সিনেমায় জনপ্রিয় চরিত্র উদয় শেঠির ভূমিকায় দেখা গিয়েছিল নানা পাটেকরকে। কিন্তু পরপর দুটি ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পরও কেন তিনি নেই? এবার সে বিষয়েই মুখ খুললেন অভিনেতা নানা পাটেকর। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি।
নানা পাটেকর বলেন, ‘আমি “ওয়েলকাম-৩”-এর অংশ নই। হয়তো নির্মাতারা মনে করেছেন আমি বুড়ো হয়ে গেছি।’
নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন নানা পাটেকর। নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রশ্নেও ‘ওয়েলকাম-৩’ থেকে বাদ পড়ার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘বিবেক হয়তো মনে করেছেন আমি এতটাও বুড়ো হইনি, তাই উনি আমাকে সিনেমায় কাস্ট করেছেন। এটা খুবই সহজ বিষয়।’
এ ছাড়া ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন নিয়ে মুখ খোলেন নানা পাটেকর। নানা বলেন, ‘ইন্ডাস্ট্রির দরজা আমার জন্য কখনোই বন্ধ ছিল না। শিল্প কখনো নিজের দরজা বন্ধ করে না। আপনি যদি ভালো কাজ করতে চান, তবে তারা আপনার কাছে ঠিকই আসবে। কোনো চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি এটা করতে চান? আপনি সেটা করতে চান বা চান না, সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমি সব সময়ই মনে করি, এটাই আমার কাছে প্রথম কিংবা শেষ সুযোগ। তাই আমার মন-প্রাণ দিয়ে কাজ করা উচিত। এখানে সবাই কাজ পায়, তবে আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, সেটা আপনার ওপর নির্ভর করে।’
প্রসঙ্গত, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে নানা পাটেকর ছাড়াও রয়েছেন অনুপম খের, রাইমা সেন, সপ্তমী গৌড়া ও পল্লবী জোশী। ছবি মুক্তি পাবে আগামী ২৮ সেপ্টেম্বর।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৮ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৫ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে