
আগামী ৮ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভূত’–এ শুরু হচ্ছে আলোচিত শো ‘বিগ বস ১৫’। এবার বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সালমন খান। ১৯ সেপ্টেম্বর থেকে টিভিতে দেখা যাবে ‘বিগ বস’–এ সালমানের উপস্থাপনা। এ তো গেল বিগ বস–১৫ এর নতুন ফরম্যাটের কথা। এবার দেখে নেওয়া যাক বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের নাম।
টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। ইদানীং রোহিত শেট্টির ‘খতরো কি খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, অর্জুন নাকি থাকতে পারেন বিগ বসের নতুন সিজনে!
নেহা মারদা‘বালিকা বধু’, ‘ডোলি আরমানো কি’, ‘কিউ রিস্তো মে কট্টি বট্টি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। এবার তিনি সিরিয়ালের সেট থেকে সোজা উঠে আসবেন বিগ বসের রহস্যময় দুনিয়ায়– এমনই শোনা যাচ্ছে।
ঋদ্ধিমা পণ্ডিত‘বউ হামারি রজনীকান্ত’ সিরিয়ালে অভিনয় করে ঋদ্ধিমা পণ্ডিত পরিচিতি পান। ‘খতরো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সিজন ৯-এ দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। জানা গেছে, ঋদ্ধিমাকেও দেখা যেতে পারে বিগ বসের নতুন সিজনে।
দিব্যা আগারওয়াল‘স্প্লিটভিলা ১০’–এ নজর কেড়েছিলেন দিব্যা আগারওয়াল। অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে নাম জড়িয়ে পরিচিতি পেয়েছিলেন রাতারাতি। সেই দিব্যাকেই এবার দেখা যেতে পারে বিগ বসের ঘরে।
অমিত ট্যান্ডনইন্ডিয়ান আইডলের প্রতিযোগি অমিত ট্যান্ডন। গান থেকে কিছু দিনের বিরতি নিয়ে অমিত ধারাবাহিকও করেছেন। নিজের লুক বদলে একেবারে নতুন রূপে বিগ বসে দেখা যাবে অমিতকে।
অনুষা দান্ডেকরতিনি মডেল ও উপস্থাপিকা। প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই খবরের আসেন অনুষা। তবে তাঁর নিজেরও ফ্যান–ফলোয়ার আছে অনেক। সেই অনুষা এবার বিগ বস মাতাতে পারেন।
আদা খান‘ইয়ে হ্যায় আশিকী’ ও ‘নাগিন’– আদা খান অভিনীত দুটি জনপ্রিয় ধারাবাহিক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদা খান এবার ঢুকে পড়তে পারেন বিগ বসের ঘরে।
রিয়া চক্রবর্তীরিয়া চক্রবর্তী গত বছরের সবচেয়ে আলোচিত নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মিডিয়া ট্রায়াল’–এ পড়েছিলেন তিনি। মাদককাণ্ডে জড়িয়ে জেলও খাটেন। তখন থেকেই রিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগ বস নামেই যেখানে বিতর্ক, সেখানে রিয়া এসে বিতর্কে আরও আগুন দেবেন তা তো আন্দাজই করার কথা। শোনা যাচ্ছে, এই কারণেই বিগ বসে এন্ট্রি নিতে পারেন রিয়া।

আগামী ৮ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভূত’–এ শুরু হচ্ছে আলোচিত শো ‘বিগ বস ১৫’। এবার বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সালমন খান। ১৯ সেপ্টেম্বর থেকে টিভিতে দেখা যাবে ‘বিগ বস’–এ সালমানের উপস্থাপনা। এ তো গেল বিগ বস–১৫ এর নতুন ফরম্যাটের কথা। এবার দেখে নেওয়া যাক বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের নাম।
টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। ইদানীং রোহিত শেট্টির ‘খতরো কি খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, অর্জুন নাকি থাকতে পারেন বিগ বসের নতুন সিজনে!
নেহা মারদা‘বালিকা বধু’, ‘ডোলি আরমানো কি’, ‘কিউ রিস্তো মে কট্টি বট্টি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। এবার তিনি সিরিয়ালের সেট থেকে সোজা উঠে আসবেন বিগ বসের রহস্যময় দুনিয়ায়– এমনই শোনা যাচ্ছে।
ঋদ্ধিমা পণ্ডিত‘বউ হামারি রজনীকান্ত’ সিরিয়ালে অভিনয় করে ঋদ্ধিমা পণ্ডিত পরিচিতি পান। ‘খতরো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সিজন ৯-এ দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। জানা গেছে, ঋদ্ধিমাকেও দেখা যেতে পারে বিগ বসের নতুন সিজনে।
দিব্যা আগারওয়াল‘স্প্লিটভিলা ১০’–এ নজর কেড়েছিলেন দিব্যা আগারওয়াল। অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে নাম জড়িয়ে পরিচিতি পেয়েছিলেন রাতারাতি। সেই দিব্যাকেই এবার দেখা যেতে পারে বিগ বসের ঘরে।
অমিত ট্যান্ডনইন্ডিয়ান আইডলের প্রতিযোগি অমিত ট্যান্ডন। গান থেকে কিছু দিনের বিরতি নিয়ে অমিত ধারাবাহিকও করেছেন। নিজের লুক বদলে একেবারে নতুন রূপে বিগ বসে দেখা যাবে অমিতকে।
অনুষা দান্ডেকরতিনি মডেল ও উপস্থাপিকা। প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই খবরের আসেন অনুষা। তবে তাঁর নিজেরও ফ্যান–ফলোয়ার আছে অনেক। সেই অনুষা এবার বিগ বস মাতাতে পারেন।
আদা খান‘ইয়ে হ্যায় আশিকী’ ও ‘নাগিন’– আদা খান অভিনীত দুটি জনপ্রিয় ধারাবাহিক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদা খান এবার ঢুকে পড়তে পারেন বিগ বসের ঘরে।
রিয়া চক্রবর্তীরিয়া চক্রবর্তী গত বছরের সবচেয়ে আলোচিত নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মিডিয়া ট্রায়াল’–এ পড়েছিলেন তিনি। মাদককাণ্ডে জড়িয়ে জেলও খাটেন। তখন থেকেই রিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগ বস নামেই যেখানে বিতর্ক, সেখানে রিয়া এসে বিতর্কে আরও আগুন দেবেন তা তো আন্দাজই করার কথা। শোনা যাচ্ছে, এই কারণেই বিগ বসে এন্ট্রি নিতে পারেন রিয়া।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৩ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৩ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৩ ঘণ্টা আগে