
শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেল মেয়ে সুহানাকে। আর পরিচালকের দায়িত্বে শাহরুখপুত্র আরিয়ান খান। না, এটি কোনও সিনেমা হয়, এটা বিজ্ঞাপন। ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের প্রচারের জন্যই তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। শুরুতে তাঁর আঙুলে তিনটি আংটি দেখা যায়, যার ওপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনো একটা কিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, এরপর তাঁর হাত রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।
এর পরের দৃশ্যেই কোনো এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তাঁর মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তাঁর মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে নীল রং দিয়ে ডিজনির লোগোর আকারে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হন বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।
টিজার ভিডিওটি শাহরুখ নিজেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনার জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’
প্রসঙ্গত, ২০২৩-এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্সের সহপ্রতিষ্ঠাতা আরিয়ান তাঁর এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চালু করেছিলেন। যে ব্র্যান্ড নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে, যে ব্রান্ডের শুভেচ্ছা দূত হোন বলিউড বাদশাহ। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি’ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।

শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেল মেয়ে সুহানাকে। আর পরিচালকের দায়িত্বে শাহরুখপুত্র আরিয়ান খান। না, এটি কোনও সিনেমা হয়, এটা বিজ্ঞাপন। ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের প্রচারের জন্যই তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। শুরুতে তাঁর আঙুলে তিনটি আংটি দেখা যায়, যার ওপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনো একটা কিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, এরপর তাঁর হাত রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।
এর পরের দৃশ্যেই কোনো এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তাঁর মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তাঁর মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে নীল রং দিয়ে ডিজনির লোগোর আকারে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হন বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।
টিজার ভিডিওটি শাহরুখ নিজেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনার জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’
প্রসঙ্গত, ২০২৩-এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্সের সহপ্রতিষ্ঠাতা আরিয়ান তাঁর এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চালু করেছিলেন। যে ব্র্যান্ড নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে, যে ব্রান্ডের শুভেচ্ছা দূত হোন বলিউড বাদশাহ। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি’ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে