বিনোদন ডেস্ক

সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।
চলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের। পরে জানা যায়, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।
সম্প্রতি বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। তাতেও সালমানকে রাজনৈতিক নেতারূপে দেখা গেছে। ভোটের থিমেই নাকি এই নতুন সিজনের পর্ব সাজাতে চলেছেন নির্মাতা। যেখানে এসেছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা। এ বিষয়টি বোঝাতে টিজারে তাই রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ সালমান।
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তাঁর অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।

সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।
চলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের। পরে জানা যায়, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।
সম্প্রতি বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। তাতেও সালমানকে রাজনৈতিক নেতারূপে দেখা গেছে। ভোটের থিমেই নাকি এই নতুন সিজনের পর্ব সাজাতে চলেছেন নির্মাতা। যেখানে এসেছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা। এ বিষয়টি বোঝাতে টিজারে তাই রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ সালমান।
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তাঁর অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৪ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে