
নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ৭ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় কণ্ঠনালীতে সূর্যর দুটি প্রদর্শনী হবে।
এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।
কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দী আমরা। এই আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে, ৭ বছর ধরে কণ্ঠনালীতে সূর্য নাটকটি মঞ্চস্থ হতে না পারা। শিল্পকলায় একটি বাহাস করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে শিল্পকলায় আমাদের মঞ্চ বরাদ্দ বন্ধ করা হলো, এরপর দীর্ঘদিন ধরে হলের বরাদ্দ চেয়ে আবেদন করে গেছি। কিন্তু পাইনি। এই প্রতিকূল পরিস্থিতির ভেতরেই চেষ্টা করছি, কীভাবে সূর্যোদয় ঘটানো যায়।’
মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।

নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ৭ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় কণ্ঠনালীতে সূর্যর দুটি প্রদর্শনী হবে।
এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।
কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দী আমরা। এই আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে, ৭ বছর ধরে কণ্ঠনালীতে সূর্য নাটকটি মঞ্চস্থ হতে না পারা। শিল্পকলায় একটি বাহাস করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে শিল্পকলায় আমাদের মঞ্চ বরাদ্দ বন্ধ করা হলো, এরপর দীর্ঘদিন ধরে হলের বরাদ্দ চেয়ে আবেদন করে গেছি। কিন্তু পাইনি। এই প্রতিকূল পরিস্থিতির ভেতরেই চেষ্টা করছি, কীভাবে সূর্যোদয় ঘটানো যায়।’
মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে